সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আইপিএলের ১৬তম মরশুমই শেষ মহেন্দ্র সিং ধোনির (MS Dhoni)। গত মরশুমেই চেন্নাইয়ের (CSK) নেতৃত্ব থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি। রবীন্দ্র জাদেজার হাতে তুলে দিয়েছিলেন অধিনায়কের আর্মব্যান্ড। কিন্তু সেই গুরুদায়িত্ব সামলাতে ব্যর্থ হন জাদেজা। তাঁর সময়ে মুখ থুবড়ে পড়ে চেন্নাই। অগত্যা দলকে রক্ষা করতে ফের এগিয়ে আসেন ধোনি। নেতৃত্বের দায়িত্ব কাঁধে তুলে নেন এমএস। এবারের মেগা টুর্নামেন্টে ধোনিই অধিনায়ক। তবে সিএসকে কর্তৃপক্ষ জানিয়ে দিয়েছে, নেতৃত্ব কিংবা অবসরের বিষয়ে শেষ কথা বলবেন ধোনিই।
তবে দেওয়াললিখন সবাই পড়েই ফেলেছেন। এবারের আইপিএল-ই ধোনির শেষ টুর্নামেন্ট। আর রাঁচির রাজপুত্রের শেষ টুর্নামেন্ট রাঙিয়ে দিতে চাইবে চেন্নাই সুপার কিংস। এমনটাই মনে করছেন অস্ট্রেলিয়ার প্রাক্তন ওপেনার ম্যাথু হেডেন।
২০০৮ সালে শুরু হয়েছিল আইপিএল। সেই বছর থেকেই চেন্নাইয়ের অধিনায়ক ধোনি। চারবারের আইপিএল জয়ী অধিনায়ক তিনি। অস্ট্রেলিয়ার প্রাক্তন ওপেনার ম্যাথু হেডেন মনে করছেন, এবারের টুর্নামেন্ট সব দিক থেকেই উদযাপন করুক সিএসকে। এমনভাবে উদযাপন করুক চেন্নাই, যা অতীতে কখনও হয়নি। স্টার স্পোর্টসকে দেওয়া এক সাক্ষাৎকারে হেডেন বলেছেন, ”অনন্য উপায়ে এবং বিশেষ ভাবে টুর্নামেন্ট শেষ করতে চাইবে চেন্নাই সুপার কিংস। দুর্ভাগ্যজনকভাবে দু’ বছর আইপিএল থেকে দূরে সরে ছিল সিএসকে। আইপিএলে ফেরার পরেও খেতাব জেতে ওরা।”
[আরও পড়ুন: পেপসি, কোকা কোলাকে টক্কর! আম্বানির হাত ধরে ফিরছে একসময়ের জনপ্রিয় ক্যাম্পা কোলা]
এবারের টুর্নামেন্টের জন্য প্রস্তুতি ইতিমধ্যেই শুরু করে দিয়েছে আইপিএল। মহেন্দ্র সিং ধোনিও নেমে পড়েছেন নেটে। কেমন ফর্মে আছেন ধোনি? সিএসকে-ই বা কেমন খেলবে? উত্তর দেবে সময়। হেডেন বলছেন, ”এমএস ধোনির এটাই শেষ টুর্নামেন্ট, তাই শেষটাও রাঙিয়ে দিতে চাইবে ধোনি।”
সিএসকে-র ঘরের মাঠ চিপক। এই ভেন্যু ধোনির দলের কাছে দূর্গ। আইপিএলের ইতিহাস বলছে, চিপকে সিএসকের রেকর্ড রীতিমতো ঈর্ষণীয়। হেডেন বলছেন, ”ঘরের মাঠ চিপকে সিএসকে-কে হারানো খুবই কঠিন। ঘরের মাঠে চেন্নাই সুপার কিংসের পারফরম্যান্স দুর্দান্ত। চিপকের দর্শকদের সামনে অধিনায়ক ধোনি শেষ বারের মতো নামবে। ঘরের মাঠে সেই মুহূর্ত স্মরণীয় হয়ে থাকবে।”