shono
Advertisement

ইউরোপ ভরে গিয়েছে শরণার্থীতে, বিতর্কিত মন্তব্য দলাই লামার

প্রতিদিনই জার্মানির মতো বহু দেশেই আশ্রয় নিচ্ছেন শরণার্থীরা৷ সিরিয়া, আফগানিস্তান, ইরাকের মতো যুদ্ধ-বিধ্বস্ত দেশ থেকে নিরাপদ আশ্রয়ের খোঁজে প্রতিদিনই আসছেন শরণার্থীরা৷ শরণার্থীদের ঠেলায় ত্রাহি ত্রাহি রব গোটা ইউরোপ জুড়ে৷ সেই বিতর্ককেই খানিকটা উস্কে দিলেন তিব্বতি ধর্মগুরু দলাই লামা৷ The post ইউরোপ ভরে গিয়েছে শরণার্থীতে, বিতর্কিত মন্তব্য দলাই লামার appeared first on Sangbad Pratidin.
Posted: 11:52 PM Jun 02, 2016Updated: 06:22 PM Jun 02, 2016

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দিন দিন জার্মানির মতো অনেক দেশেই চোরাস্রোতের মতো বইছে বিদেশি খেদাও ভাবনা৷ কেন না প্রতিদিনই জার্মানির মতো বহু দেশেই আশ্রয় নিচ্ছেন শরণার্থীরা৷ সিরিয়া, আফগানিস্তান, ইরাকের মতো যুদ্ধ-বিধ্বস্ত দেশ থেকে নিরাপদ আশ্রয়ের খোঁজে প্রতিদিনই আসছেন শরণার্থীরা৷ শরণার্থীদের ঠেলায় ত্রাহি ত্রাহি রব গোটা ইউরোপ জুড়ে৷ সেই বিতর্ককেই খানিকটা উস্কে দিলেন তিব্বতি ধর্মগুরু দলাই লামা৷

Advertisement

এক জার্মান দৈনিককে দেওয়া সাক্ষাৎকারে তিব্বতি ধর্মগুরু এমনই মন্তব্য করেন৷ তাঁর মতে, আধুনিক বিশ্বে শরণার্থী সমস্যা একটি পাপ৷ তার জন্য অবশ্য মানুষই দায়ী৷ ইউরোপের অবস্থা সত্যিই শোচনীয়৷ গত বছর সিরিয়া, ইরাক এবং আফগানিস্তান থেকে দশ লাখ শরণার্থী আশ্রয় নিয়েছে ইউরোপে৷ দলাই লামা বলেন, ‘শরণার্থীদের সাময়িক ভাবে আশ্রয় দেওয়া হলেও পরে তাঁদের নিজের দেশেই ফেরত পাঠানো উচিত৷ যুদ্ধবিধ্বস্ত নিজের দেশকে পুনর্জীবন দেওয়ার জন্য তাঁদের ফেরত পাঠানো উচিত৷ না হলে অচিরেই ইউরোপের অবস্থা আরব দেশগুলির মতো হবে৷’ ইউরোপের সামগ্রিক চরিত্রই বদলে যাবে বলে হুঁশিয়ারি দলাই লামার৷

তিব্বতি ধর্মগুরুর এই মন্তব্যের জেরেই সমালোচনার ঝড় উঠেছে সারা বিশ্ব জুড়ে৷ অনেকেই প্রশ্ন তুলেছেন নিজেই যিনি ভারতে আশ্রিত, তাঁর কি তাহলে গরীবগুর্বো সব হারানো শরণার্থীদের জন্য কোনও দরদই নেই৷

The post ইউরোপ ভরে গিয়েছে শরণার্থীতে, বিতর্কিত মন্তব্য দলাই লামার appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement