সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ঘুম ভাঙলেই দেখা মিলবে নরম পেঁজা তুলোর মতো মেঘের৷ চারপাশে কমলালেবুর বাগান আর খানিক দূরেই বয়ে চলেছে তিস্তা নদী৷ হিমালয়ের কোলে অবস্থিত এই গ্রাম যেন পরিবেশের স্নেহস্পর্শে হয়ে উঠেছে আরও মনোরম এবং রঙিন৷ কালিম্পংয়ের দারা ইকো ভিলেজ শহরের কোলাহল থেকে দূরে কয়েকটা দিন পরিবেশের সান্নিধ্যে কাটিয়ে আসার আদর্শ জায়গা৷
উত্তরবঙ্গের এই গ্রাম একদিকে যেমন শান্তির আদর্শ ঠিকানা, অন্যদিকে তেমনই এই গ্রামের কাছাকাছিই রয়েছে কালিম্পংয়ের দুর্দান্ত সব ট্যুরিস্ট স্পট৷ তাই প্রকৃতির মাঝে বেশকিছুটা অবসর কাটানোর পাশাপাশি ঘুরে বেড়িয়েও মন ভাল রাখতে পারেন পর্যটকরা৷ তিনচুলে, ডেলো পার্ক, রঙ্গিত নদী এবং ছোটা মাংওয়া ঘুরে বেশ কয়েকদিন কাটিয়ে দিতে পারেন আনন্দেই৷
শিলিগুড়ি বাস স্টপ থেকে মাত্র আট কিলোমিটার দূরত্বে অবস্থিত এই গ্রাম শীতকালে ঘুরতে যাওয়ার জন্য আদর্শ৷ তবে আর কী? শীতের ছুটি কাটাতে এবার এই ইকো ভিলেজ যাচ্ছেন তো?
The post হিমালয়ের কোলে কমলালেবুর বাগানে appeared first on Sangbad Pratidin.