shono
Advertisement
Digha

বড়দিনে দিঘায় ভিড়ের সম্ভাবনা, যানজট সামাল দিতে ব্লুপ্রিন্ট তৈরি পুলিশের

দিঘায় প্রবেশের ক্ষেত্রে বেশ কিছু নিষেধাজ্ঞা জারি করছে পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ।
Published By: Sayani SenPosted: 05:40 PM Dec 22, 2025Updated: 06:14 PM Dec 22, 2025

রঞ্জন মহাপাত্র,কাঁথি: রাজ্যের অন্যতম পর্যটনকেন্দ্র দিঘা। সেই দিঘায় সারাবছর মানুষের আনাগোনা ঘটলেও বড়দিন ও বর্ষবরণে সংখ্যা কয়েকগুণ বেড়ে যায়। যানজট মুক্ত রাখতে জেলা পুলিশের বিশেষ উদ্যোগ। দিঘায় প্রবেশের ক্ষেত্রে বেশ কিছু নিষেধাজ্ঞা জারি করছে পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ।

Advertisement

সোমবার তমলুকের নিমতৌড়িতে পুলিশ লাইনের কনফারেন্স রুমে সাংবাদিক বৈঠক করেন ভারপ্রাপ্ত পুলিশ সুপার মিতুন কুমার দে, অতিরিক্ত পুলিশ সুপার কাঁথি অতীশ বিশ্বাস। সেইসঙ্গে এদিন পূর্ব মেদিনীপুর জেলা পুলিশের পক্ষ থেকে একটি রুট ম্যাপ প্রকাশ করা হয়।ভারপ্রাপ্ত পুলিশ সুপার মিতুন কুমার দে জানান, "বড়দিন ও বর্ষবরণের দিঘায় বহু মানুষের সমাগম ঘটে। আগত মানুষজনদের নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থা ঠিকঠাক রাখতে আমরা বেশকিছু পদক্ষেপ গ্রহণ করেছি। সেগুলি বাস্তবায়ন করার জন্য সংশ্লিষ্ট পুলিশ আধিকারিকদের নির্দেশ দেওয়া হয়েছে।"

পূর্ব মেদিনীপুর জেলা পুলিশের পক্ষ থেকে একটি রুট ম্যাপ প্রকাশ

অতিরিক্ত পুলিশ সুপার কাঁথি অতীশ বিশ্বাস জানান, "দিঘায় যানজট মুক্ত রাখতে ২৪ ও ২৫ ডিসেম্বর ও ৩০ ও ৩১শে ডিসেম্বর দিনগুলিতে দিঘার প্রবেশদ্বার থেকে কোনো ভাবে টোটো প্রবেশ করতে পারবে না। পর্যটকদের এবং রুটের সমস্ত বাস বাইপাস হয়ে যাতায়াত করবে। দিঘায় মোট সাতটি পার্কিং পয়েন্ট করা হচ্ছে সেখানেই পর্যটকেরা তাদের গাড়ি রাখবে। সেইসঙ্গে ঐ দিন গুলিতে যাতে কোন রকম অশান্তি সৃষ্টি না হয় সেদিকে আমাদের বিশেষ নজর থাকবে।" এতদিন দিঘার ঝাউবন ও সমুদ্রের ঢেউ এর মাঝে আনন্দ উপভোগ করতেন পর্যটকেরা। এখন যুক্ত হয়েছে জগন্নাথধাম। ফলে পিকনিকের পাশাপাশি জগন্নাথ দর্শনের জন্য মানুষের ঢল নামবে সৈকত শহর দিঘায়। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • দিঘায় সারাবছর মানুষের আনাগোনা ঘটলেও বড়দিন ও বর্ষবরণে সংখ্যা কয়েকগুণ বেড়ে যায়।
  • যানজট মুক্ত রাখতে জেলা পুলিশের বিশেষ উদ্যোগ।
  • দিঘায় প্রবেশের ক্ষেত্রে বেশ কিছু নিষেধাজ্ঞা জারি করছে পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ।
Advertisement