shono
Advertisement

কলকাতায় কেমন চলছে অনুরাগ বসুর নতুন ছবির শুটিং? জানালেন নায়িকা দর্শনা বণিক

এই ছবির শুটিংয়ে শহরে এসেছেন অনুপম খের, নীনা গুপ্তা।
Posted: 02:41 PM Dec 24, 2022Updated: 03:27 PM Dec 24, 2022

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এ যেন ঘরের ছেলে ঘরে ফেরা। রসগোল্লা, মিষ্টি দই, মাছের ঝোলের মাঝে লাইট, ক্যামেরা, অ্যাকশন। বলিউডের বাঙালি পরিচালক অনুরাগ বসু আপাতত এতেই মেতে উঠেছেন। কেননা, কলকাতা জুড়ে অনুরাগ ব্যস্ত তাঁর নতুন ছবি ‘ইন দিনো… মেট্রো’র শুটিংয়ে। শাশ্বত চট্টোপাধ্যায়, অনুপম খের, নীনা গুপ্তা, দর্শনা বণিককে নিয়ে কখনও নোনাপুকুর ট্রাম ডিপোয়, তো কখনও ময়দান, ধর্মতলা, পার্কস্ট্রিটে শুটিং চলছে এই ছবির। মাত্র ৫ দিনের শুটিং শিডিউল। এই পাঁচদিনে কলকাতার আনাচে কানাচে ক্যামেরায় চোখ রাখবেন অনুরাগ।

Advertisement

ছবির শুটিংয়ে অনুপম খের। প্রতিদিন চিত্র

দেশের চার মেট্রো সিটির চারটি আলাদা আলাদা গল্প নিয়ে তৈরি হচ্ছে অনুরাগের এই ছবি। ছবির শুটিং শুরু হল কলকাতার অংশ দিয়েই।

[আরও পড়ুন: নাট্য উৎসবে বাধা, চলল মারধর, স্থানীয় নেতাদের বিরুদ্ধে গর্জে উঠলেন অভিনেতা অমিত ]

‘ইন দিনো মেট্রো’ ছবির শুটিংয়ে শাশ্বত চট্টোপাধ্যায়।

শনিবার শুটিংয়ের ফাঁকে সংবাদ প্রতিদিন ডিজিটাল ফোনে ধরে ফেলল অনুরাগের কলকাতার গল্পের নায়িকা অভিনেত্রী দর্শণা বণিককে। অনুরাগের সঙ্গে শুটিং করার অভিজ্ঞতা জানতে চাইলে, উচ্ছ্বসিত হয়ে দর্শনা বণিক বললেন, ”অনুরাগদার সঙ্গে কাজ করার অভিজ্ঞতা দারুণ। তাঁর নিজস্ব একটা স্টাইল রয়েছে। শুটিংয়ে আগের দিনই দাদা দৃশ্যের স্ক্রিপ্টটা দিয়ে দেন। তবে শুটিংয়ের সময় আবার প্রয়োজনে বদলেও দেন। গল্পের ক্রোনোলজি মেনেই শুটিং করে। অনুরাগদার এই স্টাইলটা দারুণ। একেবারেই নতুন রকমের অভিজ্ঞতা। তার উপর অনুপম খের, নীনা গুপ্তার মতো অভিনেতাদের সঙ্গে স্ক্রিন শেয়ার করছি। এটা আমার কাছে খুব বড় ব্যাপার। শাশ্বতদা তো রয়েইছেন। আমার সঙ্গে এত সব ভাল ভাল অভিনেতা। অনেক কিছু জানছি, শিখছি।” কীরকম চরিত্রে দেখা যাবে দর্শনাকে? ”এটা একেবারেই বলা বারণ।”

ছবির শুটিংয়ে নীনা গুপ্তা। প্রতিদিন চিত্র

দর্শনার কথায়, এই ছবি যতই বলিউডের হোক না কেন, শুটিং ফ্লোরে আমরা সবাই বাঙালি। নীনা গুপ্তা বাংলা বলতে না পারলেও বোঝেন। সবাই মিলে বেশ মজা করে কাজ চলছে। দর্শনা আরও জানান, ”লাইফ ইন আ মেট্রো ছবিটা দেখেছিলাম। দারুণ লেগেছিল। তাঁর দ্বিতীয় পর্বে আমি অভিনয় করছি এটা আমার কাছে খুব বড় পাওনা।”

২০০৭ সালে মুক্তি পায় পরিচালক অনুরাগ বসুর ছবি ‘লাইফ ইন আ মেট্রো’। শহর ও সম্পর্কের জটিলতা নিয়ে তৈরি এই ছবির গল্প নজর কেড়েছিল দর্শকদের। বক্স অফিসেও দুরন্ত সাফল্য পেয়েছিল এই ছবি। আর এবার সেই ছবির স্মৃতিকে সঙ্গে নিয়েই পরিচালক অনুরাগ বসু তৈরি করছেন ,নতুন ছবি ‘ইন দিনো… মেট্রো’! অনুরাগের এই ছবিতে জুটি বাঁধছেন সারা আলি খান (Sara Ali Khan) ও আদিত্য রায় কাপুর (Aditya Roy Kapoor)। পুরনো ছবিটির মতোই, নতুন ছবির সঙ্গীতের দায়িত্বেও রয়েছেন প্রীতম।

[আরও পড়ুন: ৪৬ বছর পর মিঠুন-মমতা শংকর জুটির ম্যাজিক, মন ভাল করা ছবি দেবের ‘প্রজাপতি’]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement