সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: লকডাউনের ফলে ধাক্কা খেয়েছে ভারতের অর্থনীতি। এই পরিস্থিতিতে চাকরি হারিয়েছেন বহু মানুষ। তবে চাকরিপ্রার্থীদের জন্য সুখবর। কারণ, ডায়মন্ড হারবার মেডিক্যাল কলেজ হাসপাতালে রয়েছে কর্মখালি। ডেটা এন্ট্রি অপারেটর পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে। আপাতত ১ বছরের চুক্তিভিত্তিতে কর্মী নিয়োগ করা হবে। আগ্রহী প্রার্থীদের আগামী ৯ জুনের মধ্যে আবেদন করতে হবে।
আবেদনকারীর শিক্ষাগত যোগ্যতা:
১. স্নাতক হলে এই শূন্যপদে আবেদন করতে পারেন।
২. আবেদনকারীকে অবশ্যই কম্পিউটার অ্যাপ্লিকেশনে সার্টিফিকেট কোর্স করা থাকতে হবে।
৩. এম এস অফিস এবং ডেটা বেস ম্যানেজমেন্ট সম্পর্কে জ্ঞান থাকতে হবে আবেদনকারীর।
৪. আবেদনকারীকে অবশ্যই বাংলা এবং ইংরাজি ভাষায় দক্ষ হতে হবে।
আবেদনকারীর বয়স:
২২ জুলাই, ২০২০ তারিখ হিসাবে সর্বোচ্চ ৪০ বছর বয়সিরা এই শূন্যপদে আবেদন করতে পারেন।
[আরও পড়ুন: লকডাউন পরবর্তী পরিস্থিতিতে কর্মক্ষেত্রে টিকে থাকতে চান? বদলে ফেলুন নিজেকে]
বেতন:
এই শূন্যপদে নিযুক্ত প্রার্থী প্রতি মাসে ১৩ হাজার টাকা করে বেতন পাবেন।
আবেদনের পদ্ধতি:
আগ্রহী প্রার্থীকে recruitment.dhgmch@gmail.com এই ইমেল আইডিতে আবেদনপত্র পাঠাতে হবে। আবেদনপত্রের সঙ্গে শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট, বয়স এবং অভিজ্ঞতার প্রমাণপত্র পাঠাতে হবে। ৯ জুন বিকেল চারটের মধ্যে পৌঁছনো আবেদনপত্র কেবলমাত্র গ্রাহ্য করা হবে।
প্রার্থী নির্বাচনের পদ্ধতি:
শিক্ষাগত যোগ্যতা, কম্পিউটারের দক্ষতা এবং মৌখিক কথাবার্তার মাধ্যমে প্রার্থী নির্বাচন করা হবে।
কবে, কোথায় ইন্টারভিউ নেওয়া হবে সে বিষয়ে জানার জন্য আবেদনকারীকে www.dhgmc.edu.in এই ওয়েবসাইটে নজর রাখতে হবে।
[আরও পড়ুন: ইন্টারভিউয়ের মাধ্যমে চিকিৎসক এবং নার্স পদে নিয়োগ, আবেদন করবেন নাকি?]
The post আপনি কি স্নাতক? সরকারি হাসপাতালে মিলতে পারে ডেটা এন্ট্রি অপারেটর পদে চাকরির সুযোগ appeared first on Sangbad Pratidin.