shono
Advertisement

Breaking News

গ্যালারিতে থাকবে দাউদ ঘনিষ্ঠরা! আন্তর্জাতিক গোয়েন্দাদের নজরে ভারত-পাক ম্যাচ

ম্যাচ চলাকালীন গ্রেপ্তারির আশঙ্কা৷ The post গ্যালারিতে থাকবে দাউদ ঘনিষ্ঠরা! আন্তর্জাতিক গোয়েন্দাদের নজরে ভারত-পাক ম্যাচ appeared first on Sangbad Pratidin.
Posted: 05:36 PM Sep 18, 2018Updated: 05:36 PM Sep 18, 2018

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বুধবার আবুধাবিতে এশিয়া কাপে মুখোমুখি হচ্ছে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান৷ সেই নিয়ে উত্তেজনা প্রবল ক্রিকেট অনুরাগীদের মধ্যে৷ পাশাপাশি, এই ম্যাট ঘিরে নিরাপত্তা বেষ্টনীও মজবুত করা হয়েছে৷ ভারতীয় গোয়েন্দা সংস্থা সূত্রে খবর, এই ম্যাচ দেখতে স্টেডিয়ামে হাজির হতে পারে আন্ডারওয়ার্ল্ড ডন দাউদ ইব্রাহিমের কাছের দুই সহযোগী তথা মোস্ট ওয়ান্টেড গ্যাংস্টার এবং দাউদের পরিবারের সদস্যরা৷ কেবল ভারতীয় গুপ্তচররাই নয়, এই ম্যাচের প্রতি নজর রাখছেন ব্রিটেন, রাশিয়া ও আমেরিকা-সহ ছটি দেশের গুপ্তচররা৷

Advertisement

[‘সিল্ক রোড’ বিতর্ক, বেজিংয়ের মানভঞ্জনে চিন ছুটলেন পাক সেনাপ্রধান]

সূত্রের খবর, এই ম্যাচ দেখতে ইতিমধ্যেই মুম্বই ও করাচি থেকে দুবাইতে পৌঁছে গিয়েছেন দাউদের আত্মীয়রা৷ পৌঁছানোর কথা রয়েছে ওই দুই দাউদ সহযোগীর৷ অনেকদিন ধরেই যাদের খোঁজ করছেন ভারত-সহ বিভিন্ন দেশের গোয়েন্দারা৷ জানা গিয়েছে, এই ম্যাচ চলাকালীন নাগালে পেলেই ওই দুই দাউদ ঘনিষ্ঠকে গ্রেপ্তারেরও প্রস্তুতি সেরে রাখছেন গোয়েন্দারা৷ সূত্রের খবর, ডি কোম্পানি-সহ দাউদের সমস্ত আন্ডারওয়ার্ল্ড কাজের সঙ্গে প্রত্যক্ষ যোগ রয়েছে এদের৷ ফলে এদের হাতে পেলে দাউদ সম্পর্কে অনেক তথ্য পাবেন বলে আশা প্রকাশ করেছেন তদন্তাকারীরা৷ বেআইনি কাজ ছাড়া ক্রিকেট বেটিংয়ের জগতে একচ্ছত্র রাজত্ব রয়েছে ডনের৷ ফলে এদিনের ভারত-পাক ম্যাচে বেটিংয়ের সম্ভাবনাও উড়িয়ে দিতে পারছেন না গোয়েন্দারা৷

[‘বৌদ্ধ শিক্ষকদের বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ দীর্ঘদিনের’]

এখন প্রশ্ন তেমন ভাবে এই তথ্য পৌঁছাল গোয়েন্দাদের কাছ পর্যন্ত৷ জানা গিয়েছে, গোপন সূত্রে প্রথমে খবরটি আসে মুম্বই পুলিশের গোয়েন্দাদের কাছে৷ তারপর সেই খবর পৌঁছে দেওয়া হয় স্বরাষ্ট্র মন্ত্রক ও ভারতীয় গুপ্তচর সংস্থার আধিকারিকদের কাছে৷ সেখান থেকেই আন্তর্জাতিক বিভিন্ন গোয়েন্দা সংস্থার হাতে তথ্য পৌঁছে দেওয়া হয়৷ সূত্রের খবর, নিরাপত্তা বেষ্টনী কোনও রকমের ফাঁক রাখতে চাইছেন গোয়েন্দারা৷ সেই কারণে, অভিজ্ঞ অফিসারদের নিয়ে একটি দল তৈরি করা হয়েছে৷ যাঁরা দীর্ঘদিন ধরে দাউদ-সহ ডি কোম্পানির উপরে নজরদারি চালিয়ে আসছেন৷ দাউদ ঘনিষ্ঠ অনেক চরের সঙ্গে যোগাযোগ রয়েছে এঁদের৷ এইকাজে ভারতের দিকে সাহায্যে হাত বাড়িয়ে দিয়েছে আমেরিকা৷

The post গ্যালারিতে থাকবে দাউদ ঘনিষ্ঠরা! আন্তর্জাতিক গোয়েন্দাদের নজরে ভারত-পাক ম্যাচ appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement