সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আগামী ২৫ জানুয়ারি জাতীয় ভোটার দিবস (National Voters Day)। আরও তরুণ ভোটারদের রাজনৈতিক প্রক্রিয়ায় অংশ নিতে উৎসাহিত করার জন্য দিনটি পালিত হয় দেশজুড়ে। একই ছবি উপত্যকাতে জুড়েও। জম্মু ও কাশ্মীরের কুপওয়ারা জেলার ডেপুটি কমিশনার আয়ুষী সুদান একটি বৈঠক করেছেন দিনটি উদযাপনে কী বন্দোবস্ত করা হচ্ছে তা খতিয়ে দেখতে।
প্রসঙ্গত, ২০১১ সাল থেকে পালিত হচ্ছে জাতীয় ভোটার দিবস। নির্বাচন কমিশনের প্রতিষ্ঠা দিবস উপলক্ষেই এই দিনটিকে বিশেষ ভাবে পালন করা হয়। এই পরিস্থিতিতে কুপওয়ারাও প্রস্তুত দিনটি পালন করতে। দায়িত্বপ্রাপ্ত অফিসারদের সঙ্গে এই নিয়ে বৈঠক করেছেন আয়ুষী। তিনি জেলার নির্বাচন আধিকারিকও বটে। সাম্প্রতিক অতীতে জঙ্গি হামলার ঘটনা বার বার ঘটেছে কাশ্মীরে। কুপওয়ারাও কিন্তু এর বাইরে নয়। তাই ওই দিনটিকে মসৃণভাবে উদযাপন করতে সতর্ক স্থানীয় প্রশাসন।
[আরও পড়ুন: ‘যৌনসুখ ঈশ্বরের উপহার’, ভ্যাটিকানে বললেন পোপ ফ্রান্সিস]
জানা গিয়েছে, কুপওয়ারার টাউন হলে জাতীয় ভোটার দিবসের প্রধান অনুষ্ঠানটি পালিত হবে। হাই স্কুল ও উচ্চমাধ্যমিক স্তরের জন্য থাকবে রচনা ও ছবি আঁকার প্রতিযোগিতা। হবে সাংস্কৃতিক অনুষ্ঠানও। এরই পাশাপাশি বুথ স্তরের অফিসারদের নির্দেশ দেওয়া হয়েছে ভোটার নথিবদ্ধকরণের বিশেষ অনুষ্ঠানের আয়োজন করতে।