সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আসছে দেবীপক্ষ, সমাজে নারীর সুরক্ষা নিয়ে নতুন করে তৈরি হয়েছে আন্দোলন। দেশজুড়ে এমনই উত্তাল সময় টিনসেল টাউনে আবার এক কন্যার আবির্ভাব। ফুটফুটে মেয়ের জন্ম দিয়েছেন বলিউডের 'মস্তানি' দীপিকা পাড়ুকোন। রবিবার বারবেলায় সেই খবর ছড়াতেই অনুরাগীদের শুভেচ্ছার বন্যায় ভাসছেন সদ্য মা। বাবা রণবীর সিংকেও অভিনন্দন জানাতে ভোলেননি কেউ। নবজাতকের সঙ্গে সঙ্গে নতুন মা-বাবার আনন্দও স্বভাবতই বাঁধভাঙা। কোলে মেয়ে তো এল। নাম কী হবে তার? নামকরণ আগেই করে ফেলেছিলেন দীপবীর। তা তো অনেকেই করেন। কিন্তু দীপিকা-রণবীরের সেই পরিকল্পনার বিশেষত্ব এই যে, লিঙ্গ নির্বিশেষে সেই নাম স্থির করা হয়েছিল। রণবীর এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন, তাঁদের ছেলে হোক বা মেয়ে, নাম হবে ওটিই।
সন্তান জন্মের কয়েকদিন আগেই স্বামী রণীবরকে নিয়ে ফটোশুটে গর্ভবতী দীপিকা। সৌ: সোশাল মিডিয়া।
সে বেশ আগেকার কথা। সবে সবে দীপিকার অন্তঃসত্তা হওয়ার খবর প্রকাশ্যে এসেছে। আর এমনই সময়ে কয়েকবছর আগে এক সাক্ষাৎকারে রণবীরের বলা কিছু কথা নতুন করে ভাইরাল হয় সোশাল মিডিয়ায়। পরিবার পরিকল্পনা নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেছিলেন, ”আপনারা সবাই জানেন, আমার বিয়ে হয়ে গিয়েছে, কয়েক বছর পর বাচ্চাও হবে। দীপিকার কাছে আমার একটাই আবদার। আমার একটা মেয়ে চাই। সে যেন দীপিকার মতো মিষ্টি হয়। তাই জন্যই তো দীপিকা অন্তঃসত্ত্বা হলে আমি সব সময় দীপিকার ছোটবেলার ছবি দেখাব ওকে। তাহলে মিষ্টি মেয়ে হবে।” জানিয়েছিলেন, ছেলে হোক বা মেয়ে, সন্তানের নাম হবে শৌর্যবীর সিং। এই সিদ্ধান্ত যৌথভাবেই নিয়েছেন দীপবীর।
[আরও পড়ুন: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজে ডাক না পাওয়ায় অভিমান! আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় মইন আলির]
আজ, রণবীরের সেই ইচ্ছে পূরণ হয়েছে। কন্যার বাবা হয়েছেন তিনি। শনিবার বিকেলেই স্ত্রীকে হাসপাতালে ভর্তি করিয়েছিলেন রণবীর সিং। গুঞ্জন ছিল, ২৮ সেপ্টেম্বর সন্তানের জন্ম দেবেন দীপিকা। কিন্তু তার দিন কুড়ি আগেই অভিনেত্রী হাসপাতালে ছুটে যাওয়ায় ইঙ্গিত মিলেছিল - সন্তান আগমন আসন্ন। রবিবার বেলা হতে না হতেই মিলল সুখবর। 'রানি পদ্মিনী'র কোল আলো করে এল কন্যাসন্তান। পূর্ব পরিকল্পনা মতো মেয়ের নামকরণ কি তবে শৌর্যবীরই হচ্ছে? নাকি আবার অন্য কোনও নাম ভাবছেন বলিউডের নতুন মা-বাবা? প্রশ্নের উত্তর কিছুটা সময়ের অপেক্ষা।