shono
Advertisement
Deepika Padukone

রেখা না দীপিকা, ধরতে পারবেন না! মাতৃত্বের পর সব্যসাচীর শোয়ে আগুন ঝরালেন 'বস পাড়ুকোন'

মাতৃত্বকালীন বিরতি কাটিয়ে কাজে যোগ দিলেন দীপিকা পাড়ুকোন।
Published By: Sandipta BhanjaPosted: 04:24 PM Jan 27, 2025Updated: 04:24 PM Jan 27, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মাতৃত্বকালীন বিরতির জেরে দীপিকা পাড়ুকোনের (Deepika Padukone) একাধিক ছবির কাজ পিছিয়ে গিয়েছে। 'কল্কি'র সিক্যুয়েলের কাজেও তাই হাত দিতে পারেননি। মেয়েই তাঁর ধ্যানজ্ঞান। তবে দুয়া চার মাসে পড়তেই ধীরে সুস্থে মাতৃত্বকালীন বিরতি কাটিয়ে কাজে ফিরতে শুরু করেছেন দীপিকা। সম্প্রতি মার্জার সরণিতে ধরা দিলেন 'বস লেডি অবতারে'।

Advertisement

মাতৃত্বের পর সব্যসাচী মুখোপাধ্যায়ের হাত ধরেই কাজে প্রত্যাবর্তন ঘটল বলিউডের 'মস্তানি'র। ফ্যাশন ডিজাইনারের কাজের ২৫ বছর পূর্তি (Sabyasachi’s 25th anniversary show) উপলক্ষে এক ফ্যাশন শোয়ের আয়োজন হয়েছিল জিও ওয়ার্ল্ড সেন্টারে। সেখানে নিজের উপস্থিতিতে ৬০০ জন বিশিষ্ট অতিথিকে তাক লাগিয়ে দেন দীপিকা পাড়ুকোন। শোয়ের উদ্বোধনের দায়িত্বে অবশ্য তিনিই ছিলেন। সাদা টাইলোরেড প্যান্ট, টপ, ট্রেঞ্চ কোট, কালো লেদারের গ্লাভস, চোখে চশমা আর মানানসই গয়নায় শো স্টপার হিসেবে মার্জার সরণিতে দ্যুতি ছড়ালেন দীপিকা পাড়ুকোন। হেয়ার স্টাইলেও চমক! সব্যসাচীর শোয়ের সেসব ভাইরাল ছবি-ভিডিও দেখে নেটপাড়ার একাংশ আবার দীপিকার সঙ্গে রেখার সামঞ্জস্য ছুঁজে পেল। বিশেষ করে বো বাঁধা হেয়ারস্টাইল দেখে তাঁদের মন্তব্য, রেখা না দীপিকা ধরতে পারবেন না। কারও মন্তব্য অদ্ভূত মিল পেলাম। উল্লেখ্য, মডেলিং দিয়েই গ্ল্যামারদুনিয়ায় পা রাখলেও অভিনেত্রী হিসেবেই জনপ্রিয়তার শিখরে পৌঁছন তিনি। শেষ কবে ব়্যম্পে দীপিকাকে 'বস লেডি' অবতারে দেখা গিয়েছে, মনে করা দায়!

গত বছর ৮ সেপ্টেম্বর গণপতি উৎসবের আবহে কন্যাসন্তানের বাবা-মা হয়েছেন রণবীর সিং এবং দীপিকা পাড়ুকোন। সেই একরত্তিই বর্তমানে তাঁদের সংসারের আলো। সিনেমা থেকে মাতৃত্বকালীন বিরতি নিয়ে মেয়েকে একা হাতেই সামলাচ্ছেন দীপিকা। দিওয়ালির শুভক্ষণে মেয়ের নাম প্রকাশ্যে আনেন বলিউডের তারকাদম্পতি। দুয়া পাড়ুকোন সিং (Dua Padukone Singh)। যার জেরে বিতর্কেও পড়তে হয়েছিল তাঁদের। হিন্দু হয়ে কেন উর্দুভাষী নাম রেখেছেন? প্রশ্ন তুলে নেটপাড়ার একাংশ রণবীর-দীপিকাকে কটাক্ষ করতে পিছপা হননি। নিন্দুক, সমালোচকদের কথায় কান না দিয়ে রণবীর-দীপিকা অবশ্য বর্তমানে চুটিয়ে 'প্যারেন্টহুড' উপভোগ করছেন। এবার অভিনেত্রীর পুরোদমে কাজে ফেরার প্রস্তুতি চলছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • মাতৃত্বের পর সব্যসাচী মুখোপাধ্যায়ের হাত ধরেই কাজে প্রত্যাবর্তন ঘটল বলিউডের 'মস্তানি'র।
  • সেখানে নিজের উপস্থিতিতে ৬০০ জন বিশিষ্ট অতিথিকে তাক লাগিয়ে দেন দীপিকা পাড়ুকোন।
  • সাদা টাইলোরেড প্যান্ট, টপ, ট্রেঞ্চ কোট, কালো লেদারের গ্লাভস, চোখে চশমা আর মানানসই গয়নায় শো স্টপার হিসেবে মার্জার সরণিতে দ্যুতি ছড়ালেন দীপিকা।
Advertisement