সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ৮৮ বছরের রেকর্ড বৃষ্টিতে ভেসে গিয়েছে রাজধানী দিল্লি। শুক্রবারের সেই বৃষ্টির পর রবিবারও ভারী বর্ষণের সতর্কতা রয়েছে। জারি কমলা সতর্কতা। ইতিমধ্যেই গত দুদিনে বৃষ্টির কবলে পড়ে প্রাণ হারিয়েছেন ১১ জন। বিপর্যস্ত জনজীবন।
শুক্রবারই দিল্লিতে (Delhi) প্রথম বর্ষার বৃষ্টি শুরু হয়। আর প্রথম দিনই ২২৮.১ মিলিমিটার বৃষ্টিতে তৈরি হয় নজির। ১৯৩৬ সালের জুনে শেষবার একদিনে এত বৃষ্টি দেখেছিল দিল্লি। কিন্তু এই রেকর্ড আগামিদিনে ভেঙে গেলেও অবাক হওয়ার কিছু থাকবে না। কেননা আবহাওয়াবিদরা বলছেন, আপাতত চলবে এমনই ভারী বৃষ্টি। কেবল দিল্লি নয়, পূর্ব উত্তরপ্রদেশের সঙ্গে পশ্চিম উত্তরপ্রদেশ ও হরিয়ানাতেও একই পরিস্থিতি হতে পারে।
[আরও পড়ুন: পালিয়ে বিয়ে, মদের আসরে ডেকে জামাইকে খুন করালেন শ্বশুর!]
নেটমাধ্যমে ছড়িয়ে পড়েছে ঝড়বৃষ্টির নানা ভিডিও। সেই সঙ্গে জানা গিয়েছে নানা বিপর্যয়ের কথাও। মৃত্যু হয়েছে ১১ জনের। মৃতদের মধ্যে শিশুরাও রয়েছে। বসন্ত বিহারে দেওয়াল ভেঙে মারা গিয়েছেন তিনজন। দিল্লি বিমানবন্দরে টার্মিনালের অংশ ভেঙে পড়ে প্রাণ হারিয়েছেন এক ক্যাব চালক। উসমান এলাকায় বৃষ্টির জলে ভর্তি এলাকায় খেলতে গিয়ে ডুবে যায় ১০ বছরের দুই বালক। সেই দিনই শালিমার বাগ এলাকায় জলে ভর্তি আন্ডারপাস দিয়ে যাওয়ার সময় ডুবে যান এক ব্যক্তি।
ভারী বৃষ্টির জেরে বিস্তীর্ণ এলাকায় বিদ্যুৎ নেই। বৃষ্টির জেরে অন্যতম প্রধান একটি জলের পাম্প হাউস ক্ষতিগ্রস্ত হওয়ায় দিল্লির বেশ কয়েকটি এলাকায় জল পরিষেবা বন্ধ হয়ে যায়। বহু রাস্তায় হাঁটুজলেরও বেশি জল রয়েছে। তার মধ্যে দিয়েই নিত্যদিনের কাজে বেরতে হচ্ছে মানুষকে। অনেক বাড়িতে জল ঢুকে গিয়েছে। বাসিন্দারা কোথাও আটকে পড়লে তাঁদের উদ্ধারের জন্য কুইক রেসপন্স টিম তৈরি করা হয়েছে। জল নামানোর জন্য ভ্রাম্যমাণ পাম্পের ব্যবস্থা করা হয়েছে। এরই মধ্যে আতঙ্ক আরও বাড়াচ্ছে কমলা সতর্কতা।