shono
Advertisement

বড় ধাক্কা খেল গান্ধী পরিবার, হেরাল্ড হাউস খালি করার নির্দেশ আদালতের

দু'সপ্তাহের মধ্যে খালি করতে হবে হেরাল্ড হাউস৷ The post বড় ধাক্কা খেল গান্ধী পরিবার, হেরাল্ড হাউস খালি করার নির্দেশ আদালতের appeared first on Sangbad Pratidin.
Posted: 03:58 PM Dec 21, 2018Updated: 05:06 PM Dec 21, 2018

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ন্যাশনাল হেরাল্ড মামলায় বড় ধাক্কা খেল গান্ধী পরিবার৷ নেহেরু জমানার ঐতিহ্যবহনকারী হেরাল্ড বিল্ডিং ফাঁকা করার নির্দেশ দিল দিল্লি হাই কোর্ট৷ শুক্রবারের রায়ে আদালত জানিয়েছে, আগামী দু’সপ্তাহের মধ্যে খালি করে দিতে হবে এই বিল্ডিং৷ পাশাপাশি, এই জমির অধিগ্রহণ পদ্ধতি নিয়েও প্রশ্ন তুলেছে আদালত৷ এমনকী, খারিজ করে দেওয়া হয়েছে, ভূমি ও সংস্কার দপ্তরের নির্দেশকে চ্যালেঞ্জ করে অ্যাসোসিয়েট জার্নালস লিমিটেডের দায়ের করা মামলাও৷

Advertisement

[মানুষের চেয়ে গরুর মৃত্যুই বড় ইস্যু, বুলন্দশহর কাণ্ডে বিতর্কিত মন্তব্য বিজেপি নেতার]

‘ন্যাশনাল হেরাল্ড’ সংক্রান্ত মামলায় তছরুপের অভিযোগে আগেই সোনিয়া গান্ধী ও রাহুল গান্ধীর বিরুদ্ধে ইনকাম ট্যাক্স আধিকারিকদের তদন্ত চালানোর নির্দেশ দিয়েছে দিল্লি হাই কোর্ট৷ উল্লেখ্য, ২০১২ সালে সোনিয়া ও রাহুল গান্ধীর বিরুদ্ধে আর্থিক জালিয়াতির অভিযোগ এনে দিল্লির একটি কোর্টে মামলা দায়ের করেন বিজেপি নেতা সুব্রহ্মণ্যম স্বামী৷ অভিযোগে বিজেপি সাংসদ জানিয়েছিলেন, ন্যাশনাল হেরাল্ড সংবাদপত্রের মালিক অ্যাসোসিয়েট জার্নালস লিমিটেড (এজেএল) কোম্পানিটিকে মাত্র ৫০ লক্ষ টাকায় কেনে রাহুল ও সোনিয়া গান্ধীর সংস্থা ‘ইয়ং ইন্ডিয়ানস’৷ ২০১১ সালে এজেএল-এর সমস্ত শেয়ার ট্রান্সফার করা হয় ‘ইয়ং ইন্ডিয়ানস’কে৷

[সোহরাবউদ্দিন ভুয়ো সংঘর্ষ মামলায় বেকসুর খালাস ২২ অভিযুক্ত]

উল্লেখ্য, এজেএল-কে প্রায় ৯০ কোটি টাকার ঋণ দিয়েছিল কংগ্রেস৷ এবার এজেএল-এর মালিক হিসেবে সেই টাকা দাবি করার অধিকার পান সোনিয়া ও রাহুল৷ এছাড়াও বেআইনিভাবে শেয়ার হোল্ডারদের না জানিয়ে এজেএল-এর শেয়ার ইয়ং ইন্ডিয়ানস-কে ট্রান্সফার করা হয় বলেও অভিযোগ৷ এই মামলায় সোনিয়া ও রাহুল গান্ধী ছাড়াও অভিযোগ রয়েছে মোতিলাল ভোরা, অস্কার ফার্নান্দেজ, সুমন দুবে ও স্যাম পিত্রোদার বিরুদ্ধে৷ যদিও সোনিয়া ও রাহুল গান্ধী আগেই জানিয়েছেন, তাঁদের বিরুদ্ধে আনা অভিযোগ ভিত্তিহীন৷ সুব্রক্ষ্মণ্যম স্বামীর দায়ের করা মামলার কোনও ভিত্তি নেই৷

The post বড় ধাক্কা খেল গান্ধী পরিবার, হেরাল্ড হাউস খালি করার নির্দেশ আদালতের appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement