shono
Advertisement
Arvind Kejriwal

দিল্লিতে ভোটের আগে বিপাকে, কেজরির বিরুদ্ধে ইডিকে আইনি প্রক্রিয়ার অনুমতি উপরাজ্যপালের!

আইনি অনুমোদনের বিষয়টি মিথ্যা, দাবি আপের।
Published By: Kishore GhoshPosted: 02:21 PM Dec 21, 2024Updated: 03:36 PM Dec 21, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অস্বস্তি বাড়ল দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের। ইডিকে তাঁর বিরুদ্ধে আবগারি দুর্নীতি মামলায় আইনি প্রক্রিয়া চালিয়ে যাওয়ার অনুমতি দিলেন দিল্লির উপরাজ্যপাল ভি কে সাক্সেনা। তাৎপর্যপূর্ণ ভাবে দিল্লিতে ভোটের প্রাক্কালে এই অনুমতি দিলেন রাজধানীর উপরাজ্যপাল। যদিও আপের অভিযোগ, অনুমোদনের বিষয়টি মিথ্যা, রটনা। ইডিকে উপরাজ্যপালের অনুমোদনপত্র প্রকাশ্যে আনার দাবি জানিয়েছে কেজরির দল।

Advertisement

আবগারি দুর্নীতি মামলায় আর্থিক তছরুপের তদন্তে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল ইডি। এরপর শীর্ষ আদালতের নির্দেশে মতো তদন্ত প্রক্রিয়া চালাতে দিল্লির উপরাজ্যপালের কাছে আবেদন জানান এনফোর্সমেন্ট ডিরেক্টোরেটের আধিকারিকরা। ইডি সূত্রে খবর, শনিবার সেই অনুমোদন মিলেছে। এই অনুমোদনের প্রয়োজন পড়ল কেন?

৬ নভেম্বর সুপ্রিম কোর্ট জানিয়েছিল, কোনও জনপ্রতিনিধির বিরুদ্ধে রাজ্য সরকারের সম্মতি ছাড়া আর্থিক তছরুপ প্রতিরোধ আইনে বিচার প্রক্রিয়া শুরু করা যায় না। উল্লেখ্য,  প্রথম থেকেই জনপ্রতিনিধিদের বিরুদ্ধে চার্জশিট দেওয়ার ক্ষেত্রে রাজ্য সরকারের সম্মতির প্রয়োজন হত সিবিআই এবং পুলিশের। যদিও এর থেকে বাদ ছিল তদন্তকারী সংস্থা ইডি। পরবর্তীকালে এই তালিকায় আনা হয় তাদেরও। সেই কারণেই গত ৫ ডিসেম্বরে উপরাজ্যপালের কাছে আবেদন করে ইডি।

উপরাজ্যপালের অনুমতির পর দিল্লির বিজেপি প্রধান বীরেন্দ্র সচদেব বলেন, "আমরা আগেই বলেছিলাম যে আবগারি দুর্নীতিতে যুক্ত কেজরি কমিশন নিয়েছেন। তদন্ত যত এগোবে তত ফাঁদে পড়বেন আপ প্রধান। দিল্লিকে ধ্বংস করেছেন উনি। কোটি কোটি টাকা লুট করেছেন। আমরা স্বাগত জানাই এই তদন্তকে।" এদিকে দিল্লির মুখ্যমন্ত্রী তথা আপ নেত্রী অতিশীর বক্তব্য, ইডি যদি উপরাজ্যপালের অনুমতি পেয়ে থাকে, তবে প্রকাশ্যে আনুক। মানুষকে বিভ্রান্ত করতেই এই ধরনের খবর ছড়ানো হচ্ছে। ষড়যন্ত্র বন্ধ করুক বিজেপি। সত্যিটা সামনে আসুক।"

উল্লেখ্য, আবগারি দুর্নীতি মামলায় গত ২১ মার্চ গ্রেপ্তার হয়েছিলেন দিল্লির মুখ্যমন্ত্রী। তাঁকে গ্রেপ্তার করে ইডি। মাস দেড়েক আগেই জেল থেকে ছাড়া পেয়েছেন তিনি। এবার পুরোপুরি এই মামলা থেকেই মুক্তি চান আপ সুপ্রিমো। কিন্তু এখনই সেই স্বস্তি মিলছে না। উপরাজ্যপালের আইনি প্রক্রিয়া চালানোর অনুমতির পর সেই অস্বস্তি বাড়ল।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • আবগারি দুর্নীতি মামলায় আর্থিক তছরুপের তদন্তে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল ইডি।
  • গত ৫ ডিসেম্বরে উপরাজ্যপালের কাছে আবেদন করে ইডি।
Advertisement