shono
Advertisement

নতুন রূপে সেজেছে বুরারি হাউস, দিল্লির ‘ভৌতিক’বাড়ি এখন ডায়াগনোস্টিক্স সেন্টার

স্বস্তি ফিরেছে এলাকার বাসিন্দাদের মধ্যে। The post নতুন রূপে সেজেছে বুরারি হাউস, দিল্লির ‘ভৌতিক’ বাড়ি এখন ডায়াগনোস্টিক্স সেন্টার appeared first on Sangbad Pratidin.
Posted: 09:45 AM Dec 30, 2019Updated: 09:45 AM Dec 30, 2019

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কুসংস্কারের বশবর্তী হয়ে বাড়ির মধ্যেই আত্মঘাতী হয়েছিলেন একই পরিবারের ১১ জন। সাত মহিলা ও চারজন পুরুষ। গত বছর জুলাইয়ে দিল্লির সেই ঘটনায় শিউরে উঠেছিল গোটা দেশ। তারপর থেকে গোটা বাড়িটি আতঙ্কের নিদর্শন হিসেবেই চিহ্নিত হয়েছে। এমনকী রাত হলেই বাড়িটিতে নাকি নানা ধরনের শব্দ ও ভৌতিক কাণ্ডকারখানা ঘটে বলে দাবি করেছিলেন স্থানীয়রা। অনেকেই বাড়িটি ভেঙে দেওয়ার দাবি তুলেছিলেন। সে দাবি যদিও পূরণ হয়নি। বাড়ি ভাড়া দেওয়া হলেও কিছু মাসের মধ্যেই পাত্তাড়ি গুটিয়ে চলে যান ভাড়াটিয়া। তবে শেষমেশ এলাকার বাসিন্দাদের মধ্যে ফিরল স্বস্তি। কারণ সেই বুরারি হাউস এখন ডায়াগনোস্টিক্স সেন্টারে পরিণত হয়েছে।

‘অভিশপ্ত’ সেই বাড়ির গোটা নিচের তলা জুড়েই তৈরি হয়েছে ডায়াগনোস্টিক্স সেন্টারটি। সেন্টারের মালিক ডঃ মোহন সিং বলছেন তিনি কুসংস্কারে বিশ্বাসী নন। তাই তাঁর এই বাড়িতে সেন্টার খুলতে কোনও সমস্যা হয়নি। তাঁর কথায়, “আমার মনে কোনও অন্ধবিশ্বাসকে প্রশ্রয় দিই না। এসবে বিশ্বাস করলে কখনওই এখানে আসতাম না। পরীক্ষার জন্য রোগীরাও এখানে আসতে দ্বিধা বোধ করেন না। বড় রাস্তার কাছে বাড়িটি অবস্থিত হওয়ায় সুবিধাও হয়েছে।” তবে আচার-রীতি মেনে পুরোহিত দিয়ে পুজো-যজ্ঞ করিয়েই সেই সেন্টারের উদ্বোধন করেন মোহন সিং। পুরোহিত বলছেন, “যে কোনও শুভ কাজের আগেই পুজো করা হয়। তেমনই এখানে গৌরী-গণেশের পুজো হয়েছিল। তবে মনের মধ্যে কুসংস্কারকে জায়গা দেওয়া একেবারেই ঠিক নয়।”

Advertisement

[আরও পড়ুন: যোগী চলে যেতেই কাড়া হল দান করা কম্বল, মুখ পুড়ল প্রশাসনের]

বুরারি হাউস নতুন করে সেজে ওঠায় খুশি স্থানীয়রা। এলাকার বাসিন্দা রবিন্দর বলছেন, অতীতে যা ঘটেছে, তা ঘটেছে। এখন সব ঠিক আছে। আরেক স্থানীয় সুরেশের কথায়, এই বাড়িতে যাঁরা থাকতেন, তাঁরা খুব ভাল মানুষ ছিলেন। তাই অশুভ শক্তি বলে এখানে কিছু নেই।

[আরও পড়ুন: নিজের টুইটার সমীক্ষায় গোহারা হারলেন বিজেপির আইটি সেলের প্রধান]

The post নতুন রূপে সেজেছে বুরারি হাউস, দিল্লির ‘ভৌতিক’ বাড়ি এখন ডায়াগনোস্টিক্স সেন্টার appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement