shono
Advertisement

করোনা থেকে বাঁচতে অভিনব পন্থা, স্কুলে তাঁবুর অন্দরে বসেই ক্লাস করছে খুদেরা

জানেন কোথায় চলছে এমন ক্লাস? The post করোনা থেকে বাঁচতে অভিনব পন্থা, স্কুলে তাঁবুর অন্দরে বসেই ক্লাস করছে খুদেরা appeared first on Sangbad Pratidin.
Posted: 10:58 PM Sep 09, 2020Updated: 10:58 PM Sep 09, 2020

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের (Rabindranath Tagore) ‘জুতা আবিষ্কার’ কবিতার কথা মনে আছে নিশ্চয়ই। কীভাবে গোটা সাম্রাজ্যের ধুলো ঢাকার বদলে রাজাকে নিজের পা ঢাকার পরামর্শ দিয়েছিলেন বৃদ্ধ। তাতে আবার মন্ত্রী মশাই বলে উঠেছিলেন, “আমারো ছিল মনে, কেমনে বেটা পেরেছে সেটা জানতে”। ইরানের (Iran) স্কুল কর্তৃপক্ষরা বিশ্বকবির এ কবিতা কতটা জানে তা জানা নেই। তবে করোনা সংকটের (CoronaVirus) আবহে প্রায় এমনই এক পদক্ষেপ নিয়েছে সে দেশের প্রশাসন।

Advertisement

কী করা হয়েছে? করোনা (COVID-19) পরিস্থিতির জেরে প্রায় সাত মাস বন্ধ রাখা হয়েছিল ইরানের স্কুলগুলি। নিউ নর্মালে তা খোলা হয়েছে সম্প্রতি। আর অভিনব পন্থায় শিশুদের ক্লাস করানো হচ্ছে। ক্লাসরুমে প্রত্যেক শিশুকে আলাদা তাঁবু দেওয়া হয়েছে। ক্লাসরুমের মেঝেতেই তা পাতা হয়েছে। তাঁবুর চারদিক স্বচ্ছ প্লাস্টিক দিয়ে ঘেরা। যার মধ্যে মাস্ক ছাড়া বসে রয়েছে খুদে পড়ুয়ারা। এই অবস্থাতেই তাদের পড়াচ্ছেন শিক্ষকরা। টুইটারে (Twitter) ছবিটি শেয়ার করেছেন ফারনাজ ফসিলি নামের এক সাংবাদিক। মুহূর্তের মধ্যে তা ভাইরাল হয়ে যায়।

[আরও পড়ুন: কাবাবে মজে মন! লকডাউন ভেঙে গাড়ি নিয়ে ৭৫ কিমি পাড়ি দিলেন যুবতী, তারপর….]

করোনা সংকটের আবহে ভারতবর্ষেও বহুদিন ধরে স্কুল-কলেজ-বিশ্ব বিদ্যালয়ের ক্লাস বন্ধ। ভারচুয়াল ক্লাসের ভরসায় মাসের পর মাস কাটিয়ে দিয়েছেন পড়ুয়ারা। নতুন প্রজন্মের অনেকে অভ্যস্ত হয়ে গিয়েছে এই নিউ নর্মালে। তবে ভারতের মতো জনবহুল দেশে ভারচুয়াল ক্লাসেরও অনেক সমস্যা দেখা যাচ্ছে। অনেক জায়গায় ভারচুয়াল ক্লাসের পরিকাঠামো এখনও নেই। ইরানের এই ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। একাংশ অভিনব পন্থার প্রশংসা করেছেন, আরেকাংশ আমার শিশুদের মুখে মাস্ক না থাকায় তাদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছেন।

[আরও পড়ুন: ঠিক যেন স্পাইডারম্যান, চোখের নিমেষে দেওয়াল বেয়ে উঠে যাচ্ছে খুদে! তাজ্জব নেটদুনিয়া

The post করোনা থেকে বাঁচতে অভিনব পন্থা, স্কুলে তাঁবুর অন্দরে বসেই ক্লাস করছে খুদেরা appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement