shono
Advertisement
Maharashtra Chief Minister

শিণ্ডের বাড়িতে গিয়ে সাক্ষাৎ ফড়ণবিসের, মহারাষ্ট্রে কুরসি জট কাটার ইঙ্গিত, কোন ফর্মুলায়?

সব ঠিক থাকলে বৃহস্পতিবার একসঙ্গে ফড়ণবিস, অজিত পওয়ার এবং একনাথ শিণ্ডে শপথ নেবেন। প্রথমজন মুখ্যমন্ত্রী হিসাবে। পরের দুজন উপমুখ্যমন্ত্রী হিসাবে।
Published By: Subhajit MandalPosted: 11:20 PM Dec 03, 2024Updated: 11:20 PM Dec 03, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অবশেষে সত্যি সত্যিই মহারাষ্ট্রের সরকার গঠন নিয়ে তৈরি হওয়া 'মহাজট' কাটার ইঙ্গিত মিলল। দেবেন্দ্র ফড়ণবিসের সঙ্গে কথা বলার পর বিজেপির শর্তেই মন্ত্রিসভায় থাকতে রাজি হয়ে গেলেন একনাথ শিণ্ডে।

Advertisement

মঙ্গলবার হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর একনাথ শিণ্ডে নিজের বাসভবনে ফিরতেই তাঁর সঙ্গে দেখা করতে যান দেবেন্দ্র ফড়ণবিস। শিব সেনা সূত্র বলছে, বিদায়ী মুখ্যমন্ত্রীর স্বাস্থের খোঁজ নিতে গিয়েছিলেন ফড়ণবিস। তবে এক সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্র বলছে, শিণ্ডে উপমুখ্যমন্ত্রী হতে রাজি হয়ে গিয়েছেন। তার পরই শপথের ব্যাপারে চূড়ান্ত আলোচনা সারতে ফড়ণবিস যান শিণ্ডের সঙ্গে দেখা করতে। সব ঠিক থাকলে বৃহস্পতিবার একসঙ্গে ফড়ণবিস, অজিত পওয়ার এবং একনাথ শিণ্ডে শপথ নেবেন। প্রথমজন মুখ্যমন্ত্রী হিসাবে। পরের দুজন উপমুখ্যমন্ত্রী হিসাবে।

মঙ্গলবার সকালে গলায় ভাইরাল সংক্রমণের কারণে ঠানের জুপিটার হাসপাতালে ভর্তি হয়েছিলেন শিণ্ডে। সেখানে শারীরিক চেকআপের পর বিকেলের দিকে তাঁকে ছেড়ে দেওয়া হয়। সেখান থেকে সোজা তিনি মুম্বইয়ের সরকারি বাসভবনে চলে আসেন। সেখানেই কথা হয় সরকার গঠন নিয়ে। যদিও সরকারিভাবে বলা হচ্ছে শিণ্ডের স্বাস্থ্যের খোঁজ নিয়েছেন তিনি। শিব সেনা সূত্র বলছে, পরিবর্তিত পরিস্থিতিতে উপমুখ্যমন্ত্রী হিসাবে শপথ নেবেন শিণ্ডে। তবে একই সঙ্গে নগরোন্নয়ন দপ্তরের দায়িত্ব তার হাতে থাকতে পারে।

শোনা যাচ্ছে, মন্ত্রিসভার বণ্টন নিয়েও চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে গিয়েছে। এর পর শুধু শপথের অপেক্ষা।নয়া ফর্মুলা অনুযায়ী, বিজেপির হাতে থাকবে ২২টি মন্ত্রক। ১২টি মন্ত্রক এবং বিধান পরিষদের চেয়ারম্যান পদ পাবে শিণ্ডে সেনা। অজিত পওয়ার শিবির অবশ্য তুলনায় ভাল ‘ডিল’ পেয়েছে। বিধানসভার ডেপুটি চেয়ারম্যান-সহ ৯-১০টি মন্ত্রক পাবেন অজিত। তিনি নিজে উপমুখ্যমন্ত্রী এবং অর্থমন্ত্রী হবেন। যদিও সবটাই জল্পনার স্তরে। চূড়ান্ত ঘোষণা না হওয়ার পর্যন্ত বিশ্বাস করা যায় না। বৃহস্পতিবার অবশ্য পুরো মন্ত্রিসভা শপথ নাও নিতে পারে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • অবশেষে সত্যি সত্যিই মহারাষ্ট্রের সরকার গঠন নিয়ে তৈরি হওয়া 'মহাজট' কাটার ইঙ্গিত মিলল।
  • দেবেন্দ্র ফরণবিসের সঙ্গে কথা বলার পর বিজেপির শর্তেই মন্ত্রিসভায় থাকতে রাজি হয়ে গেলেন একনাথ শিণ্ডে।
  • মঙ্গলবার হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর একনাথ শিণ্ডে নিজের বাসভবনে ফিরতেই তাঁর সঙ্গে দেখা করতে যান দেবেন্দ্র ফড়ণবিস।
Advertisement