সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গুজরাট টাইটান্সের তারকা শুভমন গিলের (Shubman Gill) অনবদ্য সেঞ্চুরির প্রশংসা করে টুইট করলেন ভারতের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)। কিন্তু বিরাট কোহলির নাম উল্লেখ করলেন না টুইটে। যার ফলে সোশ্যাল মিডিয়ায় অনেকেই সৌরভকে জিজ্ঞাসা করলেন, কোহলির কথা কেন উল্লেখ করা হল না।
সৌরভ ও বিরাট কোহলির মধ্যে ঠাণ্ডা লড়াইয়ের জন্যই কি আরসিবি তারকার নাম এড়িয়ে গেলেন মহারাজ? আইপিএলে দিল্লি বনাম ব্যাঙ্গালোর ম্যাচে কোহলি ম্যাচের শেষে সৌরভের সঙ্গে হাত মেলাননি। ইনস্টায় সৌরভকে আনফলো করেছিলেন কোহলি। দুই দলের ফিরতি সাক্ষাতে অবশ্য কোহলি ও সৌরভ সৌহার্দ্যবিনিময় করেন। একে অপরের সঙ্গে করমর্দন করেন। সৌরভ কোহলির পিঠে হাত রাখেন হাত মেলানোর সময়ে।
[আরও পড়ুন: বিশ্বের একনম্বর নীরজ চোপড়া, প্রথম ভারতীয় হিসেবে অনন্য নজির]
কিন্তু আরসিবি ও গুজরাট টাইটান্স ম্যাচে শুভমন গিলের সেঞ্চুরির পাশাপাশি কোহলিও শতরান হাঁকান। আইপিএলে ক্রিস গেইলের ছ’টি সেঞ্চুরির রেকর্ড টপকে নতুন নজির গড়েন কোহলি। আইপিএলে সাতটি সেঞ্চুরির মালিক এখন কোহলি। তবুও কোহলি নেই সৌরভের টুইটে। সেই ম্যাচের আগে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে সেঞ্চুরি করেন মুম্বই ইন্ডিয়ান্সের গ্রিন। সৌরভ টুইট করেন, ”কী দুর্দান্ত প্রতিভা তৈরি করে এই দেশ। শুভমন গিল…ওয়াও..দুই অর্ধে দুটো দুরন্ত সেঞ্চুরি..আইপিএল..কী দুরন্ত স্ট্যান্ডার্ড…।”
টুইটার ব্যবহারকারীরা বলছেন, গিল ও গ্রিন দু’ জনেই তরুণ প্রতিভা। সেই কারণেই এই দুই তরুণ ক্রিকেটারের প্রশংসা করেছেন সৌরভ। সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীরা বিস্মিত হয়েছেন টুইটে কোহলির নামোল্লেখ না দেখে। এক ভক্ত লেখেন, ”দাদা, শুভমনের আদর্শ ও আইডলের কথা উল্লেখ করতে ভুলে গিয়েছেন।” আরেক ভক্ত লিখেছেন, ”তাঁরা ক্রিকেটে বিভাজনও আনে। আপনি কোহলির কথাও উল্লেখ করতে পারেন। কোহলিও দুর্দান্ত খেলেছেন।” আরেক ভক্ত লিখেছেন, ”আপনি ঠিকই বলেছেন, তবে বিরাটের ইনিংসটা কেমন ছিল?”
এরকমই সব টুইটে ছয়লাপ সোশ্যাল মিডিয়া। সৌরভ টুইটে দুই অর্ধে দুই শতরানের কথা বলেছেন। মহারাজের টুইটের ওই লাইনটার অর্থ দু’ধরনের হতেই পারে। দুই অর্ধ বলতে আরসিবি বনাম গুজরাট টাইটান্স ম্যাচের দুই অর্ধের উল্লেখ করে থাকতে পারেন মহারাজ। সেক্ষেত্রে গিল ও কোহলির সেঞ্চুরির কথাই বলছেন সৌরভ। যদিও কোহলির নাম কোথাও উল্লিখিত নয়। আবার দিনের দুই অর্ধের ম্যাচের কথা ভেবে তিনি যদি টুইট করে থাকেন, তাহলে মুম্বই ইন্ডিয়ান্সের ক্যামেরন গ্রিনের সেঞ্চুরির কথাই বলছেন টুইটে। তবে টুইট থেকে একটা জিনিস পরিষ্কার তিনি গিলের কথা বললেও কোহলির নাম উল্লেখ করেননি। সেটা নিয়েই আপত্তি সোশ্যাল মিডিয়া ব্যবহাকারীদের।