সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: যে ছবির শুটিং ও পরিচালককে নিয়ে কয়েকদিন আগে জট দেখা গিয়েছিল টলিউডের স্টুডিও পাড়ায়। অবশেষে কথা মতো শুটিং হল পরিচালক রাহুল মুখোপাধ্যায়ের পুজোর ছবি। জানা গিয়েছে, নির্বিঘ্নেই শুটিং হয়েছে মঙ্গলবার। তা কেমন কাটল প্রথমদিন? পরিচালক জানিয়েছেন, ''দারুণ কেটেছে! ফ্লোরে ফিরে আমার সবচেয়ে বেশি আনন্দ হয়েছে। ঈশ্বরকে ধন্যবাদ। পাশাপাশি, শুরু থেকে যাঁরা আমার পাশে ছিলেন তাঁদের প্রত্যেককে আজ ধন্যবাদ জানাতে চাই।''
দক্ষিণ কলকাতার এক স্টুডিওতে শুরু হয়েছে শুটিং। ফ্লোরে দেখা যায় অভিনেতা অনির্বাণ ভট্টাচার্য, সিনেমাটোগ্রাফার সৌমিক হালদারকে। সকাল সাতটাতেই পৌঁছে যান টেকনিশিয়ানরা। রাহুলের এই ছবিতে আবারও প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ও অনির্বাণ ভট্টাচার্য জুটিকে দেখা যাবে। এছাড়াও ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন প্রিয়াঙ্কা সরকার, অপরাজিতা আঢ্য, রজতাভ দত্ত, সুরজিৎ বন্দ্যোপাধ্যায়, পারিজাত চৌধুরী। এদিন অবশ্য প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের শুটিং ছিল না। তবে কাজ ঠিকঠাকভাবেই শুরু হয়েছে বলে খবর।
[আরও পড়ুন: বাংলাদেশে মন্দির ভাঙচুর, ভয়ে কাঁটা হিন্দুরা! ‘বীভৎসতা’র প্রতিবাদে পরমব্রত-ঋদ্ধি ]
নিয়মবিরুদ্ধ ভাবে শুটিং করেছেন। এই অভিযোগে পরিচালক রাহুল মুখোপাধ্যায়কে (Rahool Mukherjee) তিন মাসের কর্মবিরতির নির্দেশ দিয়েছিল ফেডারেশন। তাতেই জটিলতার সূত্রপাত। এই সিদ্ধান্তের বিরুদ্ধে একজোট হয়ে প্রতিবাদ করেন টলিপাড়ার তারকারা। টালিগঞ্জে তৈরি হয় অচলাবস্থা। মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপেই শুটিং শুরু হয়। রাহুল আবার পরিচালকের পদ পাবেন কি না, তা নির্ভর করছিল মঙ্গলবারের এই বৈঠকের সিদ্ধান্তের উপরে।
ফেডারেশনের বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ৩০ জুলাই ফেডারেশনের সভাপতি স্বরূপ বিশ্বাসের সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ফোনে কথা হয়। তিনি ফেডারেশনকে কিছু পরামর্শ দিয়েছেন। সেই পরামর্শকে যথাযথ মর্যাদা ও সম্মান দিয়ে রাহুলের সঙ্গে অসহযোগিতার সিদ্ধান্ত প্রত্যাহার করা হচ্ছে। একই সঙ্গে ‘গুপী শুটিং’ বন্ধ করার সর্বাত্মক প্রয়াসে সচেষ্ট হওয়ার আহ্বান জানানো হয়েছে। সংবাদমাধ্যমকেও বিভ্রান্তুমূলক খবর না ছড়ানোর অনুরোধ জানানো হয়েছে বিজ্ঞপ্তি।