সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ওয়াকফ রিপোর্ট নিয়ে আপসের পথে কেন্দ্র। বৃহস্পতিবার রাজ্যসভায় ওয়াকফ বিল (Waqf Bill) সংক্রান্ত যৌথ সংসদীয় কমিটির রিপোর্ট পেশ হয়। তারপরেই বিরোধীরা দাবি করেন, 'ডিসেন্ট নোট' বা আপত্তিপত্র বাদ দেওয়া হয়েছে ওই রিপোর্টে। তবে শেষ পর্যন্ত সংসদ বিষয়ক মন্ত্রী কিরেণ রিজিজু বলেন, বিরোধীদের ডিসেন্ট নোটের পুরোটাই রিপোর্টের অন্তর্ভুক্ত করা হবে।

এদিন মাত্র ১৪টি ধারায় ২৫টি সংশোধনী-সহ রাজ্যসভায় পেশ হয় ওয়াকফ বিল (Waqf Bill) সংক্রান্ত যৌথ সংসদীয় কমিটির রিপোর্ট। বিরোধীদের হট্টগোলের মধ্যেই ওই রিপোর্ট গ্রহণ করেন চেয়ারম্যান জগদীপ ধনকড়। তার পরেই প্রতিবাদ শুরু করেন বিরোধীরা। কেন রিপোর্টে ডিসেন্ট নোট রাখা হল না? প্রশ্ন তুলে শুরু হয় স্লোগান। মূলত যৌথ সংসদীয় কমিটির চেয়ারম্যান জগদম্বিকা পালের ভূমিকা নিয়ে সরব হয় তৃণমূল-সহ বিরোধী শিবিরে। হট্টগোলের জেরে মিনিট দশেকের জন্য অধিবেশন মুলতুবিও করে দেন চেয়ারম্যান ধনকড়। পরে অধিবেশন চালু হওয়ার পর বিরোধীদের ভূমিকার তীব্র নিন্দা করেন চেয়ারম্যান।
পরে অবশ্য এই ইস্যুতে বিরোধী সাংসদদের সঙ্গে বৈঠকে বসেন লোকসভার স্পিকার ওম বিড়লা এবং সংখ্যালঘু উন্নয়ন মন্ত্রী রিজিজু। সেখানে আলোচনার পর শেষ পর্যন্ত বিরোধীদের দাবি মেনে নিয়েছে কেন্দ্র। বৈঠক শেষে জানা গিয়েছে, জেপিসি রিপোর্টে অন্তর্ভুক্ত করা হবে বিরোধীদের আপত্তি অর্থাৎ ডিসেন্ট নোট। যদিও কেন্দ্রের তরফে সাফাই দিয়ে বলা হয়েছিল, জেপিসি রিপোর্ট থেকে মোটেই ডিসেন্ট নোট মুছে দেওয়া হয়নি। তবে শেষ পর্যন্ত বিরোধীদের আপত্তিও রাখা হবে জেপিসি রিপোর্টে।
রাজ্যসভার পর এদিন লোকসভাতেও জেপিসি রিপোর্ট পেশ হয়। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ লোকসভায় দাঁড়িয়ে বলেন, "বিরোধীদের আপত্তিগুলো রিপোর্টে পুরোপুরি তুলে ধরা হয়নি বলে অভিযোগ শুনছি। কিন্তু আমি দলের হয়ে বলতে চাই, বিরোধীদের আপত্তি নিয়ে কোনও সমস্যা নেই। সেগুলো রিপোর্টে জোড়া হলে দলের তরফ থেকে কোনও প্রতিবাদ হবে না। "