সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: যাঁরা সরকারি চাকরি খুঁজছেন তাঁদের জন্য সুখবর। কারণ, মুর্শিদাবাদ জেলা প্রজেক্ট ম্যানেজমেন্ট ইউনিটের অন্তর্ভুক্ত রূপশ্রী প্রকল্পে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে। হিসাবরক্ষক এবং ডেটা এন্ট্রি অপারেটর পদে কর্মী নিয়োগ করা হবে। আপাতত চুক্তিভিত্তিতে কর্মী নিয়োগ করা হবে। আগ্রহী প্রার্থীদের আগামী ৬ ডিসেম্বরের মধ্যে আবেদন করতে হবে।
হিসাবরক্ষক
শূনপদ: ৬টি
আবেদনের যোগ্যতা:
- বাণিজ্যে সাম্মানিক স্নাতক হলে এই শূন্যপদে আবেদন করতে পারেন।
- কম্পিউটারে এমএস অফিস সংক্রান্ত জ্ঞান থাকা বাঞ্ছনীয়।
অভিজ্ঞতা
যেকোনও স্বেচ্ছাসেবী সংস্থার সঙ্গে ন্যূনতম ৩ বছর যুক্ত থাকতে হবে।
[আরও পড়ুন: উচ্চমাধ্যমিক পাশেই মিলতে পারে ডাকবিভাগে চাকরির সুযোগ, জেনে নিন যাবতীয় খুঁটিনাটি]
ডেটা এন্ট্রি অপারেটর
শূন্যপদ: ৩১টি
আবেদনের যোগ্যতা:
- স্নাতক হলে এই শূন্যপদে আবেদন করা যেতে পারে।
- কম্পিউটারে এমএস অফিস সংক্রান্ত জ্ঞান থাকা বাঞ্ছনীয়।
- প্রতি মিনিটে ৩০টি শব্দ টাইপ করতে হবে।
অভিজ্ঞতা:
যেকোনও স্বেচ্ছাসেবী সংস্থার সঙ্গে ন্যূনতম ১ বছর যুক্ত থাকতে হবে।
আবেদনকারীর বয়সসীমা:
১ জানুয়ারি, ২০২১ তারিখের ভিত্তিতে ন্যূনতম ১৮ থেকে সর্বোচ্চ ৪০ বছর বয়সিরা এই শূন্যপদে আবেদন করতে পারেন।
আবেদনের পদ্ধতি:
https://murshidabad.gov.in এই ওয়েবসাইটের মাধ্যমে আগ্রহীদের আবেদনপত্র সংগ্রহ করতে হবে। তারপর ফর্ম ফিল আপ করে মহকুমা শাসকের দপ্তরের নির্দিষ্ট ড্রপ বক্সে জমা দিতে হবে।
বিঃদ্রঃ
প্রার্থীকে অবশ্যই মুর্শিদাবাদের স্থায়ী বাসিন্দা হতে হবে।
আবেদন সংক্রান্ত যেকোনও তথ্যের জন্য https://murshidabad.gov.in এই ওয়েবসাইটে নজর রাখতে হবে।