shono
Advertisement

চামড়াহীন শরীর নিয়ে জন্ম, বিরল রোগাক্রান্ত শিশুকে বাঁচানোর চ্যালেঞ্জ চিকিৎসকদের

ছেলেকে বাঁচাতে সোশ্যাল মিডিয়ায় অর্থ সংগ্রহের আবেদন৷ The post চামড়াহীন শরীর নিয়ে জন্ম, বিরল রোগাক্রান্ত শিশুকে বাঁচানোর চ্যালেঞ্জ চিকিৎসকদের appeared first on Sangbad Pratidin.
Posted: 07:03 PM Apr 20, 2019Updated: 07:03 PM Apr 20, 2019

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মাথার খুলিতে কিছুটা চামড়া, আর পায়ের পাতায় পাতলা চামড়ার স্তর৷ এটুকু বাদ দিয়ে গোটা শরীরে কোথাও কোনও চামড়া চোখে পড়ে না৷ মা হওয়ার আনন্দে মাতবেন কী? সদ্যোজাতকে দেখে তো টেক্সাসের প্রিসিলিয়া ম্যালডোনাডোর প্রায় অজ্ঞান হয়ে যাওয়ার জোগাড়৷ এমনও হয়! চিকিৎসকরাও এসব দেখে সদ্যোজাতকে নিয়ে ছুটলেন হাসপাতালের নিওনেটাল কেয়ার ইউনিটে৷ দেখেশুনে তাঁরা বলছেন, বিরল অটোইমিউন ডিজিজে আক্রান্ত প্রিসিলিয়ার সদ্যোজাত পুত্র৷ তাই টানা ৪ মাস তাকে রাখা হয়েছে নিওনেটাল কেয়ার ইউনিটে৷

Advertisement

[ আরও পড়ুন: বিআরএফ সম্মেলন বয়কটের সিদ্ধান্তে অনড় ভারত, বৈঠক চাইছে চিন]

সম্প্রতি ওয়াশিংটন পোস্টে দেওয়া সাক্ষাৎকারে প্রিসিলিয়া সেই দুঃসহ অভিজ্ঞতার কথা জানিয়েছেন৷ মা হওয়ার অনুভূতি সবে উপভোগ করছিলেন বছর পঁচিশের মার্কিন তরুণী৷ কিন্তু সদ্যোজাতকে তাঁর কোলে পর্যন্ত দেওয়া হয়নি৷ উলটে বাচ্চাটিকে একটি কাপড়ে মুড়ে লেবার রুম থেকে বেরিয়ে গেলেন নার্সরা৷ তা দেখে স্বভাবতই চিন্তিত হয়ে পড়েন প্রিসিলিয়া৷ দীর্ঘক্ষণ তাঁকে সন্তান সম্পর্কে কিছু বলা হয়নি বলেও অভিযোগ করেন তিনি৷

[ আরও পড়ুন: দক্ষিণ আফ্রিকায় চার্চ ভেঙে মৃত কমপক্ষে ১৩]

তার বেশ কয়েকদিন পর টেক্সাসের মেথডিস্ট হসপিটালের নিওনেটাল কেয়ার ইউনিটে নিয়ে যাওয়া হয় প্রিসিলিয়াকে৷ তিনি দেখেন, বাচ্চাটিকে রীতিমত টিউব, তার, ব্যান্ডেজ জড়িয়ে রাখা হয়েছে৷ তার চিকিৎসা চলছে৷ দেখেই আঁতকে উঠেছিলেন তরুণী৷ তাঁর প্রতিক্রিয়া ছিল – ‘এটাই আমার সন্তান!’ কী হয়েছে প্রিসিলিয়ার সন্তানের? জন্ম থেকেই চামড়া অত্যন্ত ভঙ্গুর, শরীরের কোথাও চামড়ার আস্তরণ উঠে হাড় বেরিয়ে এসেছে৷ চিকিৎসার পরিভাষায় একে অটোইমিউন ডিজিজ হিসেবে চিহ্নিত করা হলেও, রোগের সঠিক নাম ‘এপিডারমোলাইসিস বুলোসা’৷ গবেষণা বলছে, সাধারণত পুরুষদের ক্ষেত্রে এই চামড়াক্ষয়ের রোগ শুরু হয় ১৮ বছরের পর থেকে৷ সেদিক থেকে প্রিসিলিয়ার ছেলের ঘটনা একেবারেই বিরল৷  

 

চিকিৎসকরা বলছেন, এই পরিস্থিতিতে বাচ্চাটির জীবন কঠিন৷ সামান্য আঘাতেও তার চামড়া কোনওরকম প্রতিরোধ করতে অক্ষম৷ চিকিৎসার মাধ্যমেও সারিয়ে তোলা চিকিৎসকদের কাছেই কঠিন চ্যালেঞ্জ৷ এসব শুনে প্রিসিলিয়ার স্বামী বাচ্চাটিকে বাড়ি নিয়ে যাওয়ার কথা ভেবেছিলেন৷ তবু সন্তান তো মা, বাবার কাছে থাকবে৷ আদর-যত্নে থাকবে৷ কিন্তু তাতে ভরসা পাননি প্রিসিলিয়া৷ তাই গত সপ্তাহে টেক্সাসের হাসপাতাল থেকে হিউস্টনের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে৷ জেস টেলর, আমেরিকার জনপ্রিয় প্লাস্টিক সার্জনের কথায়, ‘এপিডারমোলাইসিস বুলোসা রোগটি বেশ জটিল৷ এই রোগ সাধারণত জেনেটিক৷ রোগটি থাকলে মানবদেহে চামড়ার মাত্র একটি স্তর তৈরি হয়৷ যা অত্যন্ত স্বচ্ছ, বাইরে দেখে প্রায় দেখাই যায় না৷ তাই মনে হয়, কোনও চামড়া নেই৷’

[ আরও পড়ুন: ‘বালাকোটে মরেনি কোনও সৈন্য বা নাগরিক’, সুষমার মন্তব্যে ভারতকে কটাক্ষ পাকিস্তানের]

বাচ্চাটিকে বাঁচাতে অনেক অর্থ প্রয়োজন৷ মা, বাবা তাই সোশ্যাল মিডিয়ায় তাঁদের অসহায়তার কথা জানিয়ে আর্থিক সাহায্যের আবেদন জানিয়েছেন৷ কয়েক ঘণ্টার মধ্যে তা দ্রুত ছড়িয়ে পড়ে এবং একদিনের মধ্যে ৭৪ হাজার ডলার অর্থ সংগ্রহ হয়েছে৷ এই অর্থ হাসপাতালের বিল দিতেই খরচ হবে বলে জানাচ্ছেন প্রিসিলিয়া৷ সন্তানের ভবিষ্যৎ নিয়ে ভাবিত নন তাঁরা৷ শুধু একটিবার কোলে নিয়ে দেখার জন্য তাঁদের প্রাণান্তকর প্রচেষ্টা৷

The post চামড়াহীন শরীর নিয়ে জন্ম, বিরল রোগাক্রান্ত শিশুকে বাঁচানোর চ্যালেঞ্জ চিকিৎসকদের appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement