shono
Advertisement

গড়চুমুকের পাশেই তৈরি হবে ডলফিন প্রজনন কেন্দ্র, পর্যটক টানতে নয়া ভাবনা রাজ্যের

হাওড়া জেলা পরিষদ পরিচালিত এই পর্যটনকেন্দ্রকে সাজাতে মাসদুয়েক সময় লাগবে।
Posted: 08:43 PM Feb 16, 2023Updated: 08:43 PM Feb 16, 2023

রূপায়ণ গঙ্গোপাধ্যায়: শীতের হালকা রোদ গায়ে মেখে কলকাতার কাছেপিঠে কোথাও যাওয়ার কথা ভাবলে প্রথমেই মনে পড়ে গড়চুমুকের কথা। হাওড়া জেলা পরিষদ পরিচালিত এই পর্যটনকেন্দ্রকে ঢেলে সাজাতে উদ্যোগী রাজ্য সরকার। এবার তার পাশেই তৈরি হতে চলেছে ডলফিন প্রজনন কেন্দ্র। ভাবনাচিন্তার কথা জানান বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক।

Advertisement

তিনি জানান, গড়চুমুকের পাশেই গড়ে উঠবে ডলফিন প্রজনন কেন্দ্র। গঙ্গার পাশে বসে ডলফিন দেখতে পাবেন পর্যটকরা। এছাড়া গড়চুমুকের ‘মিনি জু’কেও আরও বড় করে তোলার কথা ভাবা হচ্ছে। বর্তমানে সেখানে রয়েছে হরিণ, নীলগাই, এমু, ম্যাকাও, অজগর। ভবিষ্যতে এখানে আরও নানা ধরনের প্রাণী গড়চুমুকে আনার ভাবনাচিন্তা চলছে। তার ফলে গড়চুমুকের প্রতি সাধারণ মানুষের যে আকর্ষণ আরও বাড়বে, সে বিষয়ে কোনও সন্দেহ নেই। 

[আরও পড়ুন: ২০ টাকায় কান পরিষ্কার করতে গিয়ে বিপত্তি! এমসিল গুঁজে উধাও যুবক]

গড়চুমুককে ঢেলে সাজাতে প্রায় ১৭ কোটি টাকা বরাদ্দ করেছে রাজ্য সরকার। মন্ত্রীর দাবি, আগামী মাসদুয়েকের মধ্যে আধুনিক রূপে সেজে উঠবে গড়চুমুক। রাজাভাতখাওয়ার শকুন প্রজনন কেন্দ্রের উন্নতিতেও আরও নানা পদক্ষেপ নেওয়া হচ্ছে বলেও জানান বনমন্ত্রী।  সবমিলিয়ে রাজ্যের পর্যটন শিল্পকে ঢেলে সাজাতে যে যথেষ্ট তৎপর রাজ্য সরকার, তা বলাই যায়।   

[আরও পড়ুন: আপাতত বেতন ফেরত দিতে হবে না গ্রুপ ডি-র চাকরিহারাদের, নির্দেশ ডিভিশন বেঞ্চের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement