shono
Advertisement

ATM ব্যবহার করেন? এই বিষয়ে সাবধান করছে রিজার্ভ ব্যাঙ্ক

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দেশের প্রতিটি ব্যাঙ্ককে সতর্ক করল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া৷ যে কোনও ব্যাঙ্কের এটিএম নেটওয়ার্ক খোলার আগে Windows সিস্টেম আপডেট করার নির্দেশ দিল কেন্দ্রীয় ব্যাঙ্ক৷ সম্প্রতি বিশ্ব জুড়ে যে সাইবার সন্ত্রাসবাদীরা হানা দিয়েছে, তাদের হাত থেকে বাঁচতেই এই নয়া নির্দেশ৷ [সোমবার ফিরে আসবে ‘র‍্যানসমওয়্যার’, বিশ্বজুড়ে সাইবার হামলার সতর্কতা জারি] আরবিআই জানাচ্ছে, এ […] The post ATM ব্যবহার করেন? এই বিষয়ে সাবধান করছে রিজার্ভ ব্যাঙ্ক appeared first on Sangbad Pratidin.
Posted: 12:38 PM May 15, 2017Updated: 07:08 AM May 15, 2017

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দেশের প্রতিটি ব্যাঙ্ককে সতর্ক করল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া৷ যে কোনও ব্যাঙ্কের এটিএম নেটওয়ার্ক খোলার আগে Windows সিস্টেম আপডেট করার নির্দেশ দিল কেন্দ্রীয় ব্যাঙ্ক৷ সম্প্রতি বিশ্ব জুড়ে যে সাইবার সন্ত্রাসবাদীরা হানা দিয়েছে, তাদের হাত থেকে বাঁচতেই এই নয়া নির্দেশ৷

Advertisement

[সোমবার ফিরে আসবে ‘র‍্যানসমওয়্যার’, বিশ্বজুড়ে সাইবার হামলার সতর্কতা জারি]

আরবিআই জানাচ্ছে, এ দেশের প্রায় প্রতিটি এটিএমই Windows সফটওয়্যার নির্ভর৷ কিন্তু ২.২৫ লক্ষের মধ্যে দেশের প্রায় ৬০ শতাংশ এটিএমই এখনও পুরনো Windows XP ভার্সনে চলে৷ যার ফলে ওই মেশিনগুলি সাইবার সন্ত্রাসের মুখে পড়ার সম্ভাবনা সবচেয়ে বেশি৷ মাইক্রোসফট এক বিবৃতিতে জানিয়েছে, Windows XP-র কোনও আধুনিক ভার্সন তারা আর না বানালেও বিশেষ কারণে সম্প্রতি ওই অপারেটিং সিস্টেমেরই একটি আপডেট আনা হয়েছে৷ দ্রুত সেই সফটওয়্যার আপডেট করে নেওয়ার পরামার্শ দিয়েছে সংস্থাটি৷

আরবিআই এক বিবৃতিতে জানিয়েছে, প্রতিটি ব্যাঙ্ককের এটিএমের Windows ভার্সনকে আপডেট করার নির্দেশ দেওয়া হয়েছে৷ আপডেট না করলে এটিএম পরিষেবা সাময়িকভাবে বন্ধ রাখার সুপারিশ করা হয়েছে৷ এটিএম অপারেটরদের একাংশ অবশ্য জানাচ্ছেন, গ্রাহকদের টাকা লোপাট হওয়ার কোনও ভয় নেই এক্ষেত্রে৷ কারণ, সদ্য হামলা চালানো  WannaCry ransomware ম্যালওয়্যার টাকা লোপাট করে না, মেশিনকেই বন্ধ করে দেয়৷ সেক্ষেত্রে ওই ভাইরাসের হামলা হলে গ্রাহকরা এটিএম ব্যবহার করতে পারবেন না৷ পাবলিক সেক্টর ব্যাঙ্কের এটিএম পরিষেবা প্রদানকারী ‘ইলেকট্রনিক পেমেন্টস অ্যান্ড সার্ভিস’ সংস্থার প্রেসিডেন্ট মনোহর ভই বলছেন, “কোনও মেশিনে ওই ভাইরাস হামলা করলে সঙ্গে সঙ্গে ফরম্যাট করতে হবে৷” ভারতে গত শনিবার  WannaCry ransomware-এর আক্রমণের প্রভাবে অন্ধ্রপ্রদেশের ১০২টি কম্পিউটার সিস্টেম অকেজো হয়ে পড়ে৷ সোমবার ফের ওই ভাইরাসের হামলা হতে পারে বলে সতর্ক করেছে ব্রিটিশ তথ্য প্রযুক্তি সংস্থাগুলি৷

[পার্লামেন্টে সন্তানকে স্তন্যপান করিয়ে ইতিহাস গড়লেন এই মহিলা সেনেটর]

The post ATM ব্যবহার করেন? এই বিষয়ে সাবধান করছে রিজার্ভ ব্যাঙ্ক appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement