shono
Advertisement

ক্যানসার নিয়েও মঞ্চ দাপাচ্ছেন সতীশ, অভিনেতার পাশে থাকার অাহ্বান নাট্যদুনিয়ার

সাহায্য করতে পারেন আপনিও। ইচ্ছে থাকলে অবশ্যই এই লিঙ্কে ক্লিক করুন। The post ক্যানসার নিয়েও মঞ্চ দাপাচ্ছেন সতীশ, অভিনেতার পাশে থাকার অাহ্বান নাট্যদুনিয়ার appeared first on Sangbad Pratidin.
Posted: 01:46 PM May 26, 2018Updated: 02:23 PM Jul 11, 2018

সরোজ দরবার: ডন- তাকে ভাল লাগে। সাঞ্চোকেও। কিহোতের পৃথিবী তো সম্পূর্ণ হয় না সাঞ্চোর ওই বিনীত অনুসরণ ছাড়া। চেতনা-র এই সাম্প্রতিক প্রযোজনা যাঁরা দেখেছেন, তাঁরাই জানেন, ‘ডন’ রূপী সুমন মুখোপাধ্যায়ের পাশে কতটা দাপটে অভিনয় করেন সাঞ্চো সতীশ সাউ। কিন্তু আচমকাই ছন্দপতন। নাটকের দুনিয়া সম্প্রতি জেনেছে ওরাল ক্যানসারে আক্রান্ত সাঞ্চো ওরফে সর্বক্ষণের নাট্যকর্মী সতীশ সাউ।

Advertisement

আদ্যন্তে নাটকপাগল মানুষ। মঞ্চ ভালবাসেন। ভালবাসেন নিজেকে উজাড় করে দিতে। সাঞ্চো যেমন তাঁর প্রভু কিহোতের জন্য নিজেকে সঁপে দিতে পারেন। ‘চেতনা’ নাট্যগোষ্ঠীতেই অভিনয়ের গোড়াপত্তন সতীশ সাউয়ের। বাংলা নাটকের দর্শকরা তাঁর অভিনয় প্রতিভার সাক্ষী থাকেন দেবেশ চট্টোপাধ্যায়ের ‘ফ্যাতাড়ু’ নাটকে। ‘চরণদাস চোর’ নাটকেও কাজ করেছেন তিনি। এছাড়া সিনেমা ও ছোটপর্দাতেও কিছু কাজ করেছেন। অভিনয় জগতে তিনি পরিচিত মুখ। ভালবাসার মানুষ। আচমকা এই খবরে তাই হতবাক সকলেই।

[কেমন হল পরি পিসি ও ঘোঁতনের ‘রেনবো জেলি’র স্বাদ?]

“গত পরশুও ও দাপটে অভিনয় করেছে। বহুদিন ওর সঙ্গে আলাপ। সাঞ্চোর জন্য যখন ডাকলাম, তখনই গালটা ফোলা ফোলা লাগছিল। তারপর তো ওরাল ক্যানসার ধরা পড়ল”, বলছিলেন ‘ডন’ নাটকের পরিচালক সুজন মুখোপাধ্যায়। জানালেন, চিকিৎসা চলছে। তবে খরচ প্রচুর। জোগাড়ের চেষ্টা হচ্ছে নানাভাবে। শোয়ের শেষে অর্থসংগ্রহ থেকে সোশ্যাল মিডিয়ায় প্রচার কিছুই বাকি থাকছে না। বিভিন্ন নাট্যদলও সাহায্য করছে। তবে পরিচালকের ভাবনা, একটা থিয়েটার ফেস্টিভ্যাল করে অর্থ সংগ্রহ করা। যাতে চিকিৎসার জন্য বড় অঙ্কের সাহায্য সতীশবাবুর হাতে তুলে দেওয়া যায়।

তবে সাঞ্চোর চরিত্রে কি অভিনয় চালিয়ে যেতে পারবেন সতীশবাবু? নিশ্চিত জানেন না পরিচালক। ‘ডাক্তার যা বলবেন তাই-ই হবে। যদি এখনই অপারেট করতে হয় তাহলে কী হবে জানি না। শো তো চলবেই। সেক্ষত্রে বিকল্প কাউকে ভাবতে হবে। আমি নিজেকেও মানসিকভাবে প্রস্তুত করে রাখছি। তবে আমার বিশ্বাস, শো করতে পারলে সতীশ ভালই থাকবে। কারণ ওই একটা জায়গাতেই একজন অভিনেতা সবথেকে ভাল থাকেন। ওর মনের জোরও সাংঘাতিক। এখন দেখা যাক ডাক্তার কী বলেন।”

একই আশা দর্শকেরও। সুস্থ হয়ে উঠুন সতীশবাবু। সাঞ্চোর প্রভু কিহেতো তো স্বপ্ন অসম্ভবকে স্বপ্নে ধরার কথা বলে। সেই আলো ভেঙে দিক কর্কটের বাসা, এটুকুই প্রার্থনা।

সাহায্য করতে পারেন আপনিও:

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

ছবি সৌজন্য: সুজন মুখোপাধ্যায়

[মনকেমনের মনতাজ ‘আহারে মন’, ট্রেলারেই প্রেমের অলীক পৃথিবীতে হারানোর ডাক]

 

 

The post ক্যানসার নিয়েও মঞ্চ দাপাচ্ছেন সতীশ, অভিনেতার পাশে থাকার অাহ্বান নাট্যদুনিয়ার appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup রাজধানী এক্সপ্রেস toolbarvideo ISL10 toolbarshorts রোববার