সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ছোটবেলার সেই দিনগুলোই আলাদা ছিল৷ কী কাণ্ডটাই না করত আঙ্কল স্ক্রুজ আর তার তিন ভাইপো হিউই, ডিউই, লিউই মিলে৷ আর সেই লঞ্চ প্যাড, বিমান বা কপ্টার কোনটাই যে ঠিকঠাকভাবে ‘লঞ্চ’ করে উঠতে পারত না৷ তবুও কেমন করে কে জানে, ঠিক সময়ে তরী ঠিক পার করে দিতে পারত৷
ফিরে আসছে ‘ডাক টেলস’-এর সেই পাগল দুনিয়া৷ ডিজনির উদ্যোগেই কামব্যাক করছে আঙ্কল স্ক্রুজ অ্যান্ড কোম্পানি৷ ২০১৭ সালের মাঝামাঝি সময়েই ডিজনি এক্সডি চ্যানেলে দেখা যাবে নতুন এই সিরিজ৷ প্রথম সিজনের এপিসোডগুলি সব মিলিয়ে সাড়ে একুশ ঘণ্টা৷ সঙ্গে বাড়তি পাওনা হিসেবে থাকছে দু’টি ১ ঘণ্টার বিশেষ এপিসোড৷ তারই প্রথম টিজার মুক্তি পেল সম্প্রতি৷
মাত্র ১৫ সেকেন্ডের এই ভিডিওতে সাধ হয়তো মিটল না, কিন্তু ‘তুফানি জিন্দেগি’ নতুন করে দেখার প্রত্যাশা অনেকটাই বাড়িয়ে দিল৷
The post নস্টালজিয়া উসকে ফিরছে ‘ডাক টেলস রিবুট’ appeared first on Sangbad Pratidin.