সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আগামী মরশুমের ক্লাব লাইসেন্স পেয়ে গেল মোহনবাগান (Mohun Bagan)। কিন্তু ছাড়পত্র পেল না ইস্টবেঙ্গল (East Bengal)। সবমিলিয়ে আইএসএলে খেলা তিনটি ক্লাবের কপালে ছাড়পত্র মেলেনি। প্রসঙ্গত, আইএসএলে (ISL) খেলার ছাড়পত্র পেতে গেলে ক্লাব লাইসেন্স বাধ্যতামূলক বলে জানিয়েছে সর্বভারতীয় ফুটবল ফেডারেশন (AIFF)। শুধু আইএসএল নয়, এএফসি কাপের মতো টুর্নামেন্টে অংশ নিতে গেলেও এই লাইসেন্স থাকা বাধ্যতামূলক।
AIFF-এর নিয়ম অনুযায়ী, ক্লাবগুলিকে প্রত্যেক বছর এই লাইসেন্স রিনিউ করতে হয়। তার জন্য প্রায় তিন মাস আগে থেকেই ক্লাবগুলি আবেদনপত্র জমা করে। ২০২৩-২০২৪ মরশুমের জন্য মোট ১২টি ক্লাব আবেদন করেছিল বলে জানা গিয়েছে। লাইসেন্সিং কমিটির তরফে আবেদনপত্র খতিয়ে দেখে ৯টি ক্লাবের লাইসেন্স অনুমোদন করা হয়েছে।
[আরও পড়ুন: ওহ লাভলি! টলিউডে পা রেখেই সুপারস্টার, সুইমিংপুলে ‘মদনদা’র ‘নায়িকা-বিলাস’]
লাইসেন্সের জন্য সাধারণত দুইভাগে আবেদন জানানো হয়। আই লিগ ও আইএসএলে খেলার জন্য আলাদাভাবে লাইসেন্সের আবেদন করে ক্লাবগুলি। তবে দুই ক্ষেত্রেই লাইসেন্স অনুমোদন পেলে এএফসি কাপে খেলার অনুমতি পেয়ে যায় ক্লাবগুলি। তবে এই লাইসেন্স অনুমোদনের আগে ফেডারেশনের বেশ কিছু শর্ত পূরণ করতে হয় ক্লাবগুলিকে।
তিন মাস আগে জমা পড়া আবেদনপত্র খতিয়ে দেখে বৃহস্পতিবার লাইসেন্স অনুমোদনের বৈঠক ডাকে ফেডারেশন। সেখানে জানানো হয়, মোহনবাগান-সহ আইএসএলে খেলা আটটি দলের লাইসেন্স রিনিউ করা হয়েছে। কিন্তু ইস্টবেঙ্গল, নর্থইস্ট ইউনাইটেড ও হায়দরাবাদ এফসিকে এই লাইসেন্স দেওয়া যায়নি। কারণ বেশ কয়েকটি শর্ত পূরণ করতে পারেনি এই দুই ক্লাব। অন্যদিকে, গত মরশুমে আই লিগ চ্যাম্পিয়ন হওয়ার সুবাদে আগামী মরশুমে আইএসএল খেলার লাইসেন্স দেওয়া হয়েছে পাঞ্জাব এফ সিকে। তবে ইস্টবেঙ্গল-সহ ক্লাবগুলির আবেদন খতিয়ে দেখবে ফেডারেশন।