স্টাফ রিপোর্টার: অজানা প্রতিপক্ষ লাজং। বিশেষ করে ইস্টবেঙ্গল কোচ আলেজান্দ্রোর ভারতীয় ফুটবলে পা রাখা এই প্রথম। কিন্তু প্রতিপক্ষকে না জেনে কী ভাবে তৈরি করবেন জয়ের ছক? তাই নিজের দুই সহকারী মারিয়ানো আর বাস্তব রায়কে পাঠিয়ে দিয়েছিলেন লাজং-আইজল ম্যাচ দেখতে। দু’জনের পাওয়া রিপোর্টের উপর ভিত্তি করেই তৈরি করেছেন লাজং বধের ছক।
[ঘরের মাঠে ফের ব্যর্থ এটিকে, এগিয়ে থেকেও বেঙ্গালুরুর কাছে হার]
এমনিতে আলেজান্দ্রোর সঙ্গে থাকা কোচিং স্টাফরাই বুঝতে পারেন না, ম্যাচে ঠিক কোন দল নামাবেন। ফুটবলাররা বুঝবেন কী করে! আলেজান্দ্রো বলে দিয়েছেন, বৃহষ্পতিবার ম্যাচ খেলতে যাওয়ার আগে হোটেলে যে টিম মিটিং করবেন, সেখানেই প্রথম একাদশ ঘোষণা করবেন। তার আগে এদিন শিলংয়ের নেহরু স্টেডিয়ামে রুটিন প্র্যাকটিস করালেন ফুটবলারদের। দলে পরিবর্তন হবে কী না জানতে চাইলে ইস্টবেঙ্গল কোচ বললেন, “এখনও ঠিক করিনি।”
[জল্পনার অবসান, ঘোষিত হল মোহনবাগান সভাপতির নাম]
ইস্টবেঙ্গলে যেখানে চারজন বিদেশি, প্রতিপক্ষ লাজং সেখানে বিদেশিহীন। তবুও প্রথম ম্যাচে আইজলকে হারিয়ে দিয়েছে তারা। আলেজান্দ্রো বললেন, “ম্যাচটা আমাদের জন্য খুব সহজ হবে না। ঘরের মাঠে লাজং যতই কঠিন প্রতিপক্ষ হোক না কেন, ম্যাচটা থেকে তিন পয়েন্ট পাওয়ার জন্যই ঝাঁপাব।” প্রথম অ্যাওয়ে ম্যাচে সহজ জয় পেয়ে এমনিতেই আত্মবিশ্বাসে ফুটছে ইস্টবেঙ্গল। অন্যদিকে চিরপ্রতিদ্বন্দ্বী মোহনবাগান প্রথম ম্যাচেই হোঁচট খেয়েছে। আজ অপেক্ষাকৃত দুর্বল প্রতিপক্ষের বিরুদ্ধে জয় পেলে আই লিগের শুরুটা কিন্তু দুর্দান্ত হবে লাল-হলুদের।
The post বিদেশিহীন লাজং-এর বিরুদ্ধে জয়ই লক্ষ্য ইস্টবেঙ্গলের appeared first on Sangbad Pratidin.