shono
Advertisement

রেশন দুর্নীতি: জ্যোতিপ্রিয় ঘনিষ্ঠ ২ তৃণমূল নেতার বাড়িতে ইডি, কেন্দ্রীয় বাহিনীকে ঘিরে বিক্ষোভ

ইডি অভিযান ঘিরে উত্তপ্ত সন্দেশখালি। আধিকারিক ও জওয়ানদের ঘিরে বিক্ষোভে তৃণমূল নেতার অনুগামীরা।
Posted: 09:01 AM Jan 05, 2024Updated: 09:24 AM Jan 05, 2024

জ্যোতি চক্রবর্তী, বনগাঁ: সাতসকালে রেশন দুর্নীতির তদন্তে তৎপর ইডি। ৭ টা নাগাদ জ্যোতিপ্রিয় ঘনিষ্ঠ তৃণমূল নেতা শংকর ঘোষের বাড়ি, তাঁর শ্বশুরবাড়ি ও ম্যানেজারের বাড়িতে হাজির হন আধিকারিকরা। চলছে তল্লাশি। কেন্দ্রীয় বাহিনী ঘিরে ফেলেছে বাড়ি। এদিকে সন্দেশখালিতে আরও এক তৃণমূল নেতার বাড়িতে ইডির আধিকারিকরা। সেখানে কেন্দ্রীয় বাহিনীকে ঘিরে বিক্ষোভে তৃণমূল নেতার অনুগামীরা।

Advertisement

শুক্রবার সকালে ৭ টা নাগাদ বনগাঁয় পৌঁছন ইডির আধিকারিকরা। তিনটি দলে বিভক্ত হয়ে তাঁরা যান বনগাঁ পুরসভার প্রাক্তন চেয়ারম্যান শংকর আঢ্যর বাড়ি, তাঁর শ্বশুরবাড়ি ও ম্যানেজার অঞ্জন মালাকারের বাড়িতে। বাড়ি বাইরে থেকে ঘিরে ফেলেন জওয়ানরা। জানা গিয়েছে, রেশন দুর্নীতি মামলায় ধৃত জ্যোতিপ্রিয় মল্লিকের অত্যন্ত ঘনিষ্ঠ হিসেবেই পরিচিত শংকর আঢ্য। তাঁর শ্বশুর নাম করা ব্যবসায়ী। শ্যালক অমিত ঘোষ প্রাইমারি স্কুলের শিক্ষক। শোনা যাচ্ছে, সম্প্রতি ইডি তলব করেছিল শংকর আঢ্যকে। যদিও তিনি হাজিরা দেননি।

[আরও পড়ুন: মদ বিক্রিতে পুজোর রেকর্ডও ভেঙে দিল বর্ষবরণ, অঙ্কটা জানলে চমকে যাবেন]

এদিকে বনগাঁর পাশাপাশি সন্দেশখালিতেও হাজির ইডি। শাহজাহান শেখ নামে এক তৃণমূল নেতার বাড়িতে হাজির হন আধিকারিকরা। যদিও বাড়ি ছিল তালা বন্ধ। আধিকারিকরা পৌঁছতেই ক্ষোভে ফেটে পড়েন ওই তৃণমূল নেতার সমর্থকরা। এদিকে তালা ভেঙে ভিতরে ঢোকার চেষ্টা করেন ইডির আধিকারিকরা। পালটা জওয়ানদের ঘিরে বিক্ষোভ দেখাতে থাকে নেতার অনুগামীদের। ইডি আধিকারিকরা আক্রান্ত হয়েছেন বলেও খবর। সব মিলিয়ে উত্তপ্ত এলাকা।  

[আরও পড়ুন: প্রথম স্ত্রীর সামনেই দ্বিতীয় স্ত্রী কিরণকে চুমু, মেয়ের বিয়েতে ভাইরাল আমিরের কীর্তি! হতবাক নেটপাড়া]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup ছাঁদনাতলা toolbarvideo শোনো toolbarshorts রোববার