সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নিয়োগ দুর্নীতি (SSC Scam) কাণ্ডে ইডির তল্লাশি জারি। এবার প্রাথমিক শিক্ষা পর্ষদের এক আধিকারিকের সল্টলেকের ফ্ল্যাটে তল্লাশি ইডি আধিকারিকদের। যদিও সেখানে কিছু মিলেছে কি না, তা এখনও জানা যায়নি।
নিয়োগ দুর্নীতি নিয়ে প্রায় ১ বছর ধরে তোলপাড় গোটা বাংলা। হাই কোর্টের নির্দেশে তদন্তভার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হাতে যেতেই একের পর এক চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে এসেছে। গ্রেপ্তার করা হয়েছে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee), অর্পিতা মুখোপাধ্যায়কে। পরবর্তীতে গ্রেপ্তার হয়েছে উপদেষ্টা কমিটির সদস্য এসপি সিনহা, অশোক সাহা, মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়, মানিক ভট্টাচার্য-সহ অনেকেই। তাঁদের সূত্র ধরেই প্রাথমিক শিক্ষা পর্ষদের এক আধিকারিক অর্ণব বসুর নাম জানতে পারেন তদন্তকারীরা।
[আরও পড়ুন: একদিন নিখোঁজ থাকার পর উদ্ধার আদিবাসী ইঞ্জিনিয়ারিং ছাত্রীর ক্ষতবিক্ষত দেহ, খুনের অভিযোগ বাবার]
এরপরই বুধবার অর্ণব বসুর দুটি ফ্ল্যাটে হানা দেন ইডির আধিকারিকরা। জানা গিয়েছে, ২ সাক্ষীকে সঙ্গে নিয়ে এদিন সল্টলেকের ওই ফ্ল্যাটে যান তদন্তকারীরা। সেখানে একাধিক নথি ঘেটে দেখেন তদন্তকারীরা। এই ঘটনাকে কেন্দ্র করে স্বাভাবিকভাবেই চাঞ্চল্য ছড়িয়েছে আবাসনে। তবে অর্ণব বসু ঠিক কীভাবে জড়িত নিয়োগ দুর্নীতিতে, তা এখনও স্পষ্ট নয়।