shono
Advertisement
SSC case

সিবিআইয়ের পর ইডি, SSC মামলায় চার্জশিট পেশ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার

বিচারভবনে ইডির বিশেষ আদালতে চারজন অভিযুক্তর বিরুদ্ধে ইডি চার্জশিট পেশ করে।
Published By: Sayani SenPosted: 08:35 AM Feb 03, 2025Updated: 08:35 AM Feb 03, 2025

অর্ণব আইচ: এসএসসি নিয়োগ দুর্নীতির মামলায় এবার চার্জশিট পেশ করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। সিবিআইয়ের পর এসএসসি নিয়োগ দুর্নীতির মামলায় চার্জশিট দিল ইডি। আদালত ও ইডি সূত্রের খবর, বিচারভবনে ইডির বিশেষ আদালতে চারজন অভিযুক্তর বিরুদ্ধে ইডি চার্জশিট পেশ করে। অভিযুক্তরা হচ্ছেন শান্তিপ্রসাদ সিংহ, সুবীরেশ ভট্টাচার্য, কল্যাণময় গঙ্গোপাধ্যায় ও অশোককুমার সাহা। এই চারজনের বিরুদ্ধে পেশ করা চার্জশিট শনিবারই গ্রহণ করে আদালত।

Advertisement

এর পর এই চার অভিযুক্ত তথা প্রাক্তন এসএসসি কর্তার বিরুদ্ধে সমন জারি করেছে আদালত। তাঁদের আদালতে হাজিরা দিতে হবে। চার অভিযুক্তকে আগেই গ্রেপ্তার করেছিল সিবিআই। তাঁদের বিরুদ্ধে সিবিআই চার্জশিটও পেশ করে। গত বছর প্রাথমিক নিয়োগ দুর্নীতি ছাড়াও এসএসসির নিয়োগ দুর্নীতিতে মামলা দায়ের করে ইডি। এসএসসি-র প্রাক্তন কর্তা শান্তিপ্রসাদ সিংহকে সিবিআইয়ের পর জেল থেকে গ্রেপ্তার করে ইডি।

হেফাজতে নিয়ে ইডি তাঁকে জেরা করে বেশ কিছু নতুন তথ্য পেয়েছে বলে দাবি। যে পদ্ধতিতে এজেন্ট প্রসন্ন রায়ের মাধ্যমে প্রত্যেকটি জেলা থেকে চাকরিপ্রার্থীদের কাছ থেকে তোলা বিপুল টাকা শান্তিপ্রসাদ সিংহ ও অন্য প্রাক্তন এসএসসি কর্তাদের কাছে গিয়েছে, চার্জশিটে তা তুলে ধরা হয়েছে বলে জানিয়েছে ইডি।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • এসএসসি নিয়োগ দুর্নীতির মামলায় এবার চার্জশিট পেশ করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট।
  • সিবিআইয়ের পর এসএসসি নিয়োগ দুর্নীতির মামলায় চার্জশিট দিল ইডি।
  • আদালত ও ইডি সূত্রের খবর, বিচারভবনে ইডির বিশেষ আদালতে চারজন অভিযুক্তর বিরুদ্ধে ইডি চার্জশিট পেশ করে।
Advertisement