shono
Advertisement

Breaking News

কেজরির গ্রেপ্তারির পর ফের বিপাকে আপ, দিল্লির স্বরাষ্ট্রমন্ত্রীকে তলব ইডির

Published By: Anwesha AdhikaryPosted: 11:12 AM Mar 30, 2024Updated: 11:26 AM Mar 30, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আবগারি দুর্নীতিতে ইতিমধ্যেই ইডি হেফাজতে রয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল (Arvind Kejriwal)। এবার দিল্লির স্বরাষ্ট্রমন্ত্রী কৈলাস গেহলটকে তলব করল ইডি (ED)। দিল্লির আবগারি দুর্নীতি ও আর্থিক তছরুপের সঙ্গে জড়িত থাকার অভিযোগে তাঁকে জেরা করবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

Advertisement

[আরও পড়ুন: ‘ওঁরা কেবল রান্না করতেই জানেন’, মহিলা প্রার্থীকে কটাক্ষ করে বিতর্কে কংগ্রেস বিধায়ক

আবগারি দুর্নীতিতে ইতিমধ্যেই জেলে রয়েছেন দিল্লির প্রাক্তন উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া ও আপ সাংসদ সঞ্জয় সিং। গত সপ্তাহে ইডির হাতে গ্রেপ্তার হন কেজরিওয়ালও। যদিও জেল থেকেই মুখ্যমন্ত্রীত্ব চালাচ্ছেন আপ (AAP) সুপ্রিমো। এহেন পরিস্থিতিতে দিল্লির 'সেকেন্ড ইন কমান্ড' গেহলটকে তলব ইডির। জানা গিয়েছে, আবগারি দুর্নীতিতে আর্থিক তছরুপ নিয়েই জিজ্ঞাসাবাদ করা হবে তাঁকে। যদিও তলবের দিনক্ষণ কিছু জানা যায়নি। ইডির তলবে সাড়া দিয়ে গেহলট হাজিরা দেবেন কিনা সেই নিয়েও সংশয় রয়েছে।

যদিও আপের দাবি, হেরে যাওয়ার ভয়েই এমন কাজ করছে কেন্দ্র সরকার। দিল্লির মন্ত্রী সৌরভ ভরদ্বাজের কথায়, "কেন্দ্র সরকার জানে ওরা এই নির্বাচনে হারবে, তাই বেপরোয়া হয়ে উঠেছে। নিজেরা একাই নির্বাচনে লড়তে চাইছে। একটা সময়ে গোটা বিশ্বে বিখ্যাত ছিল ভারতীয় গণতন্ত্রের আদর্শ। কিন্তু বর্তমান সরকার সেই গণতন্ত্রকে এই জায়গায় নামিয়ে এনেছে।"

উল্লেখ্য, রবিবার কেজরির গ্রেপ্তারির প্রতিবাদে বিশাল কর্মসূচি নিয়েছে ইন্ডিয়া জোট। দিল্লির রামলীলা ময়দানে মহা মিছিল করবে শরিক দলগুলো। তার আগে চাপ বাড়াতেই কি তলব করা হল দিল্লির স্বরাষ্ট্রমন্ত্রীকে? উঠছে প্রশ্ন।

[আরও পড়ুন: কার দোষে পাকিস্তানে আছড়ে পড়ল ব্রহ্মস? প্রথমবার মুখ খুলল বায়ুসেনা

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement