স্টাফ রিপোর্টার: নারদ মামলায় ম্যাথু স্যামুয়েলকে তলব করল ইডি৷ ১৮ মে কলকাতায় ইডির দফতরে তাঁকে ডেকে পাঠানো হয়েছে৷ নারদ কাণ্ডে স্টিং অপারেশন চালিয়েছিলেন এই ম্যাথু স্যামুয়েলই৷ এর আগে তদন্তে নেমে কলকাতা পুলিশ একাধিকবার ম্যাথুকে তলব করেছিল৷ কিন্তু তিনি আসেননি৷ কখনও আদালতের দ্বারস্থ হয়েছেন, আবার কখনও অসুস্থ বলে এড়িয়ে গিয়েছেন কলকাতা সফর থেকে৷ এবার দেখার ইডির ডাকে দিল্লির এই সাংবাদিক কলকাতায় আসেন কি না? ম্যাথু যে টাকা স্টিং অপারেশনে ব্যবহার করেছিলেন, তা কোথা থেকে পেয়েছিলেন কে তা জুগিয়েছিল, তা জানতে চায় ইডি৷ তাই তদন্তের শুরুতে ম্যাথুকে জেরা করবেন ইডি অফিসাররা৷
[সোশ্যাল মিডিয়ায় তাঁকে কুরুচিকর আক্রমণের নিন্দায় মুখ্যমন্ত্রী]
অন্যদিকে, এই মামলায় অভিযুক্ত সাংসদ-মন্ত্রীদের পাশাপাশি নারদের সিইও ম্যাথু স্যামুয়েলকেও জেরা করবে বলে জানিয়েছিল সিবিআই৷ কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার একটি সূত্র জানাচ্ছে, যে কোনও দুর্নীতির তদন্তে উভয়পক্ষকে জেরা করা হয়৷ কারণ কোন উদ্দেশ্যে এবং কার স্বার্থ চরিতার্থ করতে এই স্টিং অপারেশন হয়েছিল তা খতিয়ে দেখাই নিয়ম৷ যদিও ইতিমধ্যে সিবিআইয়ের পাঠানো ১২টি প্রশ্নের উত্তর ই-মেলে পাঠিয়ে দিয়েছেন স্যামুয়েল৷
[সনিকা-কাণ্ডে নয়া তথ্য, সিটবেল্ট বাঁধা না থাকায় খোলেনি এয়ারব্যাগ]
The post নারদ কাণ্ডে ম্যাথুকে ১৮ মে তলব ইডির appeared first on Sangbad Pratidin.