shono
Advertisement

শান্ত সমুদ্রের হাতছানিতে সাড়া দিয়ে পাড়ি জমান জারোয়াদের দেশে

বর্ষায় কী কী দেখবেন এখানে?    The post শান্ত সমুদ্রের হাতছানিতে সাড়া দিয়ে পাড়ি জমান জারোয়াদের দেশে appeared first on Sangbad Pratidin.
Posted: 05:51 PM Aug 10, 2018Updated: 06:21 PM Aug 10, 2018

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক:  রোজকার একঘেয়ে জীবনে হাঁফিয়ে উঠেছেন? ভাবছেন কোথাও বেড়াতে যাবেন? কিন্তু বুঝতে পারছেন না এই বর্ষাকালে কোথায় গেলে ভাল হয়? তবে আন্দামান রয়েছে আপনারই অপেক্ষায়৷ শান্ত সমুদ্র, গাছগাছালির ভিড়ে সাজানো আন্দামান আরও সবুজ হয়ে ওঠে এই সময়ে৷ এছাড়া বর্ষাকালে মূলত খুব কম সংখ্যক মানুষই পাড়ি জমান আন্দামানে৷ তাই এই সময় বিভিন্ন ভ্রমণ ও বিমান সংস্থাগুলিও ছাড় দেয়৷ হোটেলের ক্ষেত্রেও কিছুটা ছাড় পেতে পারেন আপনি৷ জারোয়াদের দেশের প্রাকৃতিক সৌন্দর্য, খাবারদাবার আপনাকে অভিভূত করতে বাধ্য৷ তাই আর দেরি করবেন না৷

Advertisement

[সবুজে হারাতে চান? আপনার জন্য রইল পাঁচ জায়গার খোঁজ]

[পাইন আর ধুপি গাছের জংলি পথে হারাতে পা বাড়ান লামাদের ঘর লামাহাট্টায়]

রাধানগর বিচ: আন্দামানে যাবেন আর হ্যাভলকের রাধানগর বিচে যাবেন না, তা হয় নাকি? শান্ত সমুদ্রের হাতছানিতে সাড়া দিয়ে অবশ্যই ঘুরে আসুন রাধানগর৷ এশিয়ার সেরা বিচের তকমা পেয়েছে এই রাধানগর বিচ৷ সকালটা শুরু করতেই পারেন রাধানগর সমুদ্রতটে একান্তে সময় কাটানোর মধ্য দিয়ে৷ শান্ত সমুদ্র, হালকা হাওয়া, নানা পাখির কলরবে মন ভরে যাবে আপনার৷ রাধানগর থেকে পায়ে হেঁটেই চলে যান গোবিন্দ নগরে৷ জারোয়াদের দেশে গিয়ে চেখে দেখুন বাঙালি খাবারের স্বাদ৷

ভারতপুর বিচ: সূর্যাস্ত দেখতে চাইলে আপনার ডেস্টিনেশন হবে ভারতপুর বিচ৷ বর্ষাকালে আরও সুন্দর রূপ নেয় এই বিচ৷ সূর্যাস্তের সময় আলোর ছটায় অপরূপ চেহারা নেয় সমুদ্র৷ ওই সৌন্দর্য ফিরিয়ে আনতে পারে রোম্যান্টিসিজম৷ আপনার হাজারও কাজের ক্লান্তি ঘুচিয়ে দিতে পারে ভারতপুর বিচ৷

[কনকনে বাতাস আর নরম আলোর সাম্রাজ্যে ভ্রমণপিপাসুদের স্বাগত জানাতে তৈরি ‘উত্তরে’]

[এক যুগ পর মুন্নারের আন্নামালাই পাহাড় রূপ নিল বেগুনি উপত্যকার, কিন্তু কেন?]

ট্রাঙ্ক রোড:  আপনি কি ট্রেকিং করতে পছন্দ করেন? পাহাড়ের আনাচকানাচ আপনাকে আকর্ষণ করে সবচেয়ে বেশি? তবে আন্দামানে গিয়ে ট্রাঙ্ক রোড ধরে হাঁটতে ভুল করবেন না৷ এশিয়ার সবচেয়ে পুরনো এই ট্রাঙ্ক রোড৷ পাহাড়ের খাঁজের দিগলিপুর গুহাও মিস করবেন না কিন্তু৷

[চোখের সামনে বাঘ দেখতে চান? পাড়ি জমাতে পারেন এই সব অরণ্যে]

বর্ষাকালীন খাবার: সাধারণত সমুদ্র লাগোয়া এলাকায় মাছ ও কাঁকড়ার হরেক রকম পদ পাওয়া যায়৷ তবে বর্ষাকালে সমুদ্রের মাছ ও কাঁকড়ার আমদানি বাড়তে থাকে৷ আপনি যদি খাদ্যরসিক হন, তবে অবশ্যই আন্দামানের নানা রেস্তরাঁয় ঢুঁ মারতে হবে আপনাকে৷ পোর্ট ব্লেয়ারের নানা রেস্তরাঁতে মূলত সমুদ্রের মাছ, কাঁকড়া পাবেন আপনি৷ এছাড়াও মিলতে পারে আম, কলা, আনারস-সহ নানা ফল৷  

      

The post শান্ত সমুদ্রের হাতছানিতে সাড়া দিয়ে পাড়ি জমান জারোয়াদের দেশে appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement