shono
Advertisement

ঘুরে দাঁড়াল বিশ্বজয়ীরা, আইরিশদের ৩৮ রানে গুটিয়ে দিয়ে টেস্ট জয় ইংল্যান্ডের

একাই ছ'টি উইকেট নেন ক্রিস ওকস। The post ঘুরে দাঁড়াল বিশ্বজয়ীরা, আইরিশদের ৩৮ রানে গুটিয়ে দিয়ে টেস্ট জয় ইংল্যান্ডের appeared first on Sangbad Pratidin.
Posted: 07:23 PM Jul 26, 2019Updated: 07:24 PM Jul 26, 2019

ইংল্যান্ড: ৮৫ ও ৩০৩
আয়ারল্যান্ড: ২০৭ ও ৩৮

Advertisement

১৪৩ রানে জয়ী ইংল্যান্ড

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিশ্বজয়ী ইংল্যান্ডকে প্রথম ইনিংসে মাত্র ৮৫ রানে গুটিয়ে দিয়ে গোটা দুনিয়াকে চমকে দিয়েছিলেন আইরিশরা। অনেকেই ধরে নিয়েছিলেন চ্যাম্পিয়ন হওয়ার পরই হয়তো পচা শামুকে পা কাটবে ইংল্যান্ডের। দিন দশেক আগে ইতিহাসের সাক্ষী থাকা লর্ডসেই ঘটবে অঘটন। কিন্তু তেমনটা হল না। ইংলিশ ব্যাটসম্যানদের ত্রাস হয়ে ওঠা সেই আয়ারল্যান্ড দ্বিতীয় ইনিংস শেষ করল মাত্র ৩৮ রানে। হ্যাঁ, ঠিকই পড়েছেন। ৩৮ রানেই আইরিশ ইনিংস গুটিয়ে দিয়ে ১৪৩ রানে জয় পকেটে পুরলেন জো রুটরা।

[আরও পড়ুন: আই লিগ-আইএসএল জট অব্যাহত, ফেডারেশনের কাছে এবার কৈফিয়ত চাইল ফিফা]

অপেক্ষাকৃত অনেকখানি দুর্বল দল আয়ারল্যান্ডের বিরুদ্ধে প্রথম ইনিংসে জেসন রয়দের পারফরম্যান্সকে লজ্জার বললেও কম বলা হবে। কারণ টেস্ট খেলতে নেমে কয়েক ঘণ্টার মধ্যেই ৮৫ রানে গুটিয়ে যায় ইংলিশ বাহিনী। দলের হয়ে সর্বোচ্চ রান জো ডেনলির (২৩)। বাকি কেউ কুড়ির গণ্ডিও পেরতে পারেননি। মুরতাঘ একাই তুলে নিয়েছিলেন পাঁচটি উইকেট। স্কোরবোর্ডে ইংল্যান্ডের ৭ উইকেটে ৪৩ রান দেখে অবাক হয়েছিল গোটা বিশ্ব। দুঃস্বপ্নের মতোই ছিল টেস্টের শুরুটা। জবাবে আইরিশদের প্রথম ইনিংস শেষ হয় ২০৭ রানে। তবে দ্বিতীয় ইনিংসে আর কোনও ভুল করেননি বেয়ারস্টোরা। ৭২ রান করেন জেসন রয়। ৯২ রানে আউট হন ওপেনার জ্যাক লিচ। এরপরই আয়ারল্যান্ডের বিরুদ্ধে মধুর প্রতিশোধ নেন ইংলিশ বোলাররা। ১৮২ রান তাড়া করতে নেমে মাত্র ৩৮ রানেই সবকটি উইকেট খুইয়ে ফেলে সফরকারী দল। সেই সুবাদে তৃতীয় দিনেই শেষ চারদিনের টেস্ট। ক্রিস ওকস একাই পান ছ’টি উইকেট। চারটি উইকেট তোলেন স্টুয়ার্ট ব্রড।

সামনেই অ্যাসেজ সিরিজ। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে অ্যাসিড টেস্ট ইংল্যান্ডের। তার আগে রুটের নেতৃত্বে প্রতিবেশী দেশের বিরুদ্ধে লর্ডসে নেমেছিল ইংল্যান্ড। অ্যাসেজের প্রস্তুতি মঞ্চ হিসেবেই এই ম্যাচকে দেখছিলেন ক্রিকেটাররা। যার শুরুটা ভয়ংকর হলেও মধুরেণ সমাপয়েৎই হল। এর আগে সর্বসাকুল্যে দুটি টেস্ট খেলেছিল আয়ারল্যান্ড। দুটিতেই পরাস্ত হয়েছিল। এবারও আশা জাগিয়েও বিশ্বচ্যাম্পিয়নদের কাছে হারতে হল তাদের।

[আরও পড়ুন: ফের প্রকাশ্যে রোহিত-কোহলি বিবাদ, এবার ‘অপছন্দে’র তালিকায় অনুষ্কাও!]

The post ঘুরে দাঁড়াল বিশ্বজয়ীরা, আইরিশদের ৩৮ রানে গুটিয়ে দিয়ে টেস্ট জয় ইংল্যান্ডের appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement