সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রয়াত অভিনেতা তথা ডিএমডিকে প্রতিষ্ঠাতা বিজয়কান্ত (Vijayakanth Death)। বৃহস্পতিবার চেন্নাইয়ের একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্য়াগ করেন দক্ষিণী তারকা। কোভিড পরীক্ষায় পজিটিভ হওয়ার পর থেকেই ভেন্টিলেশন সাপোর্টে ছিলেন বিজয়কান্ত। তবে হাসপাতাল থেকে আর বাড়ি ফেরা হল না তারকার।
সংশ্লিষ্ট হাসপাতালের একটি বিবৃতিতে বলা হয়েছে, “নিউমোনিয়াতেও আক্রান্ত ছিলেন বিজয়কান্ত। সেই কারণেই হাসপাতালে ভর্তি হন ক্যাপ্টেন বিজয়কান্ত। এরপর কোভিড পরীক্ষা করানো হয় তাঁকে। ফল ইতিবাচক আসে। চিকিৎসা কর্মীদের শত চেষ্টা সত্ত্বেও ২৮ ডিসেম্বর সকালে তিনি মারা যান।” জানা গিয়েছে, দিন কয়েক ধরেই ভেন্টিলেশনে ছিলেন দক্ষিণী তারকা তথা রাজনীতিক। গত মঙ্গলবার বিজয়কান্তকে হাসপাতালে ভর্তি করা হয়।
[আরও পড়ুন: কয়লাখনির রাজনীতি নিয়ে ছবি তৈরি করছেন দেব? ‘প্রধান’ দাপটেই ফাঁস খবর!]
অভিনেতা তথা রাজনীতিককে এর আগে শ্বাসকষ্টজনিত সমস্যার জন্য ২০ নভেম্বর একটি হাসপাতালে ভর্তি করা হয়েছিল। ফিল্ম ইন্ডাস্ট্রিতে তাঁর সফল কেরিয়ার। ১৫৪টি সিনেমায় অভিনয় করেছিলেন, এবং পরবর্তীতে রাজনীতির ময়দানে পা রাখেন বিজয়কান্ত। তিনিই ছিলেন ডিএমডিকের প্রতিষ্ঠাতা। বিরুধাচলম এবং ঋষিভান্দিয়ামের নির্বাচনী এলাকা থেকে প্রতিনিধিত্ব করে দুবার বিধানসভার সদস্য হিসেবে নির্বাচিত হন।