shono
Advertisement
Jeet

এই প্রথম বায়োপিকে জিৎ, কোন চরিত্রে দেখা যাবে তারকাকে?

পরিচালকের আসনে কে?
Published By: Tiyasha SarkarPosted: 12:26 PM May 09, 2025Updated: 02:26 PM May 09, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বাংলা বাণিজ্যিক ছবির সুপারস্টার জিৎ গত কয়েকবছরে অন্যরূপে ধরা দিয়েছেন। 'খাকি-দ্য বেঙ্গল চ্যাপ্টার' ছবিতে তাঁর অভিনয় মুগ্ধ করেছে অনুরাগীদের। তারপর থেকেই একাধিক ছবি নিয়ে কথা চলছিলই। শোনা যাচ্ছে, এই প্রথম বায়োপিকে দেখা যাবে জিৎকে। পরিচালকের আসনে পথিকৃৎ বসু।

Advertisement

কিন্তু কার চরিত্রে অভিনয় করবেন জিৎ? বেশ কিছুদিন ধরেই জল্পনা ছিল, কোনও এক বিপ্লবীর বায়োপিকে দেখা যাবে জিৎকে। কার্যত সেই জল্পনাতেই সিলমোহর পড়ল। জানা যাচ্ছে, চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনের অন্য়তম নায়ক অনন্ত সিংয়ের চরিত্রে দেখা যাবে তারকাকে। সিনেমার নাম- 'কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত'। কীভাবে মাস্টারদা সূর্য সেনের ছত্রছায়ায়, তাঁর নির্দেশে ধীরে ধীরে স্বাধীনতা সংগ্রামে জড়িয়েছিলেন অনন্ত সিংহ, তা তুলে ধরা হবে এই ছবিতে। নন্দী মুভিজের প্রযোজনায়, প্রদীপ কুমার নন্দীর পরিবেশনায় তৈরি হতে চলেছে এই ছবি। উল্লেখ্য, বহু বছর পর টলিউডে নিজের প্রযোজনা সংস্থার বাইরে অন্য কোনও প্রযোজনায় কাজ করতে চলেছেন জিৎ। 

বাণিজ্যিক ছবি ছেড়ে কেন 'খাকি: দ্য বেঙ্গল চ্যাপ্টার' কিংবা অনন্ত সিংয়ের বায়োপিকে সুপারস্টার? অভিনেতা জানিয়েছেন, আগে কোনওদিন বায়োপিকে অভিনয় করেননি বলেই এই সিদ্ধান্ত। পরিচালকের কথায়, "স্বাধীনতা সংগ্রামের অনেক নায়ককেই আমরা মনে রাখি। কিন্তু ইনি একজন ভুলে যাওয়া নায়ক। যার কথা অনেকেরই অজানা। সেই কারণেই অনন্ত সিংহের বায়োপিক করার সিদ্ধান্ত।" সূত্রের খবর, চলতি বছরের শুরু হতে চলেছে এই ছবির কাজ।

প্রসঙ্গত, ‘সাথী’র ‘বিজয়’ বর্তমানে টলিউডের ‘বস’। বাংলা সিনে ইন্ডাস্ট্রিতে বাইশটি বসন্ত পার করে ফেলেছেন জিৎ। ‘জোশ’, ‘আওয়ারা’, ‘শুভদৃষ্টি’, ‘দুই পৃথিবী’র মতো যেমন বাণিজ্যিক ছবি উপহার দিয়েছেন, তেমনই দর্শকরা তাঁকে দেখেছেন ‘অসুর’, ‘রাবণ’, ‘মানুষ’-এর মতো ছকভাঙা চরিত্রে। বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির অন্যতম সুপারস্টার অভিনয়ের পাশাপাশি দীর্ঘদিন ধরেই প্রযোজকের ভূমিকাও সমানতালে সামাল দিচ্ছেন। তাঁর ফিল্মি কেরিয়ারে ফ্লপ-এর সংখ্যাও হাতেগোনা! ইন্ডাস্ট্রির অন্দরমহলের রাজনীতির সাতে-পাঁচে থাকেন না! বিতর্ক থেকে শতহস্ত দূরে নিজের সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছেন টলিউডের ‘সুলতান’। তবে নীরজ পাণ্ডের ‘খাকি: দ্য বেঙ্গল চ্যাপ্টার’-অভিনেতাকে অন্যমাত্রার সাফল্য এনে দিয়েছে। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • বাংলা বাণিজ্যিক ছবির সুপারস্টার জিৎ সম্প্রতি অন্য রূপে ধরা দিয়েছেন।
  • 'খাকি-দ্য বেঙ্গল চ্যাপ্টার' ছবিতে তাঁর অভিনয় মুগ্ধ করেছে অনুরাগীদের।
  • শোনা যাচ্ছে, এই প্রথম বায়োপিকে দেখা যাবে জিৎকে। পরিচালকের আসনে পথিকৃত বসু।
Advertisement