সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বার্তা নিয়ে যতই বিতর্ক হোক, প্ল্যাকার্ড এখন তার চেয়েও বেশি জনপ্রিয়৷ বিশেষ করে সোশ্যাল মিডিয়ায়৷ টুইটার থেকে ফেসবুক সবেতেই এখন প্ল্যাকার্ডে মনের কথা লেখার চল বেড়েছে৷ প্ল্যাকার্ডের এই বিপ্লবে এবার সামিল হলেন স্বয়ং বিগ বি অমিতাভ বচ্চন৷
OMG! মন্দিরের সিসিটিভিতে ধরা পড়ল সাঁইবাবার অবয়ব!
না কোনও প্রতিবাদ নয়, সিনিয়র বচ্চন প্ল্যাকার্ড নিয়ে টুইটারের পোজ দিয়েছেন ছেলে-মেয়ের সমানাধিকারের জন্য সোচ্চার হতে৷ শুরুটা নিজেকে দিয়েই করেছেন৷ লিখেছেন, তাঁর অবর্তমানে যে সম্পত্তি ও ঐতিহ্য তিনি ছেড়ে যাবেন সেই সবের সমান অধিকার পাবে তাঁর ছেলে ও মেয়ে৷ নিজের এই বার্তাটি লিখে হ্যাশট্যাগ দিয়েছেন #WeAreEqual এবং #GenderEquality৷
মুক্তি পেল সরকার ৩-এর ট্রেলার
লেখালেখির অভ্যাস তাঁর বহুকালের৷ আর নিজের মতামত ব্যক্ত করার জন্য সোশ্যাল মিডিয়াকেও বহুবার ব্যবহার করেছেন অমিতাভ৷ আর বেশিরভাগ সময়ই নিজের পাশে পেয়েছেন অনুরাগীদের৷ এবার তাঁদের মধ্যেই নারী-পুরুষের সমান অধিকারের বার্তা ছড়িয়ে দিলেন তিনি৷
চারবারের বেশি এটিএম থেকে টাকা তুলেছেন? জেনে রাখুন এই নয়া নিয়ম
The post জানেন, কাকে নিজের সম্পত্তি দিয়ে যেতে চান অমিতাভ? appeared first on Sangbad Pratidin.