সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: টলিপাড়ায় এইমুহূর্তে চর্চায় দুই অভিনেত্রীর সমকাম প্রেম ও বিয়ে। আর তার হাত ধরেই আবার চর্চায় ছোটপর্দার অভিনেত্রী সুচন্দ্রা বন্দ্যোপাধ্যায় ও রিয়া দত্ত। আর এই চর্চার হাত ধরেই উঠে এসেছে আরও একটি নাম। তিনি অভিনেত্রী দিশা গঙ্গোপাধ্যায়। প্রায় দশ বছর আগে আত্মহত্যা করেন দিশা।
স্টুডিওপাড়ায় কান পাতলেই কানাঘুষো শোনা যায় যে, অভিনেত্রী সুচন্দ্রা বন্দ্যোপাধ্যায় ও রিয়া দত্তর বিয়ের গুঞ্জন। একসময়ে একইভাবে সুচন্দ্রার সঙ্গে নাম জড়িয়েছিল দিশারও। শোনা যায়, সেই সম্পর্কের টানাপড়েনের জেরেই নাকি আত্মহত্যার পথ বেছে নিয়েছিলেন দিশা। সম্প্রতি এক বাংলা সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে এই প্রসঙ্গ উঠে এলে দিশার তৎকালীন প্রেমিক ভিভান রীতিমতো সেই সম্পর্কের কথা অস্বীকার করেন। একইসঙ্গে তিনি বলেন, "দিশা সমকামী ছিল কিনা আমি বলতে পারব না। আমি এই বিষয়ে কিছুই বলতে পারব না। তবে ওর মৃত্যুর ঘটনায় আমি অভিযুক্ত ছিলাম না কোনওভাবেই।" দিশা চলে যাওয়ার পর তার প্রভাব পড়েছিল ভিভানের জীবনেও। কেরিয়ারে হয়েছিল ভরাডুবি। প্রায় দু'বছর কোনও সিরিয়ালে সুযোগ পাননি ভিভান। সম্প্রতি এই নিয়ে ফের মুখ খোলেন ভিভান।
সম্পর্কের কথা অস্বীকার করে ভিভান আরও বলেন, "আমরা সম্পর্কে ছিলাম না ভালো বন্ধু ছিলাম আমাদের মধ্যে এমন কোনও সম্পর্ক ছিল না। কিন্তু সকলে ভাবতেন যে আমরা বিয়েও করব। ওর মৃত্যুর পর আমার দিকে অভিযোগের আঙুল ওঠে। তারপর থেকে প্রায় দু'বছর আমি কোনও কাজ পাইনি। এমনকী যখন কাজ পাই তখন থেকে আর কখনও আমার কাছে নায়কের চরিত্র আসেনি। ২০১৭ সাল থেকে পার্শ্বচরিত্রে অভিনয় করে যাচ্ছি।" ২০১৭ সালে পৃথা মুখোপাধ্যায়ের সঙ্গে বিয়ে সারেন ভিভান। সাম্প্রতিক সাক্ষাৎকারে তিনি দিশার সঙ্গে নিজের সম্পর্কের কথা অস্বীকার করে গেলেও অভিনেত্রী আত্মহত্যা করার পর তিনি জানিয়েছিলেন যে তাঁরা গত পাঁচ বছর ধরে সম্পর্কে ছিলেন। বাড়িতেও জানিয়েছিলেন, দুই বাড়িতে বিয়ের কথাও চলছিল কিন্তু হঠাৎই এমন দুর্ঘটনা ঘটে যায়।
