shono
Advertisement

Breaking News

শুটিংয়ের খাতিরে জীবন্ত বাঘের সঙ্গেও লড়াই করেছিলেন বিগ বি!

অতীতের স্মৃতি সিনিয়র বচ্চন নিজেই তুলে আনলেন বর্তমানের আয়নায়? জানেন কোন ছবির দৃশ্য এটি? The post শুটিংয়ের খাতিরে জীবন্ত বাঘের সঙ্গেও লড়াই করেছিলেন বিগ বি! appeared first on Sangbad Pratidin.
Posted: 10:49 AM Jul 19, 2017Updated: 05:21 AM Jul 19, 2017

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তিনি যেখানে দাঁড়িয়ে পড়েন, লাইন সেখান থেকেই শুরু হয়। আজও দীর্ঘ দেহের লোকটার মোহে আচ্ছন্ন মানুষ। একদিনের ভাললাগা নয়, এ ভালবাসার সাম্রাজ্য তিলে তিলে গড়ে উঠেছে। এর জন্য কত কীই-ই না করেছেন বলিউডের শাহনেশা। কখনও হয়েছেন ‘শরাবি’, কখনও ‘ডন’, কখনও আবার বিল্লা নম্বর সাতশো ছিয়াশি পড়ে সেজেছেন ‘কুলি’। অভিনয়ের ‘শোলে’ ছিল তাঁর রক্তে। সেই ‘খুন পসিনা’র পরিশ্রমের কথাই বর্তমানের আয়নায় নতুন করে তুলে ধরলেন অমিতাভ বচ্চন।

Advertisement

[‘জগ্গা জাসুস’ খ্যাত অভিনেত্রীর রহস্যমৃত্যু ঘিরে চাঞ্চল্য বলিপাড়ায়]

আজকের মতো প্রযুক্তি তখন ছিল না। কিন্তু ডেডিকেশন অনেক বেশি ছিল। আর এই তাগিদেই ছবির জন্য আসল বাঘের সঙ্গে পর্যন্ত লড়াই করেছিলেন বিগ বি। ১৯৭৭ সালে মুক্তি পেয়েছিল পরিচালক রাকেশ কুমারের ছবি ‘খুন পসিনা’।  সেখানেই ছিল এই অ্যাকশন দৃশ্য। যার জন্য আস্ত রয়্যাল বেঙ্গল টাইগারকে বাগে এনেছিলেন বলিউডের শাহেনশা। সাদা-কালো সেই স্মৃতি সম্প্রতি নিজের টুইটার প্রোফাইলে তুলে ধরেছেন অমিতাভ।

 

ছবির জন্য এমন অনেক সাহসী কাজই করেছিলেন সিনিয়র বচ্চন। আজকের স্টান্ট ডিরেক্টরদের সে গল্প শোনালে নাকি তাঁরা অমিতাভকে পাগল বলে সম্বোধন করেন। এই পাগলামো ছিল বলেই তো আজও তিনি যেখানে দাঁড়ান, বলিউডের তারকাদের লাইন সেখান থেকেই শুরু হয়। আজও জলসার সামনে অগণিত মানুষ ভিড় করেন তাঁর এক ঝলক পাওয়ার আশায়। আজও তিনি মানেই হল কাঁপানো মানুষের চিৎকার। এই ভালবাসাকে সঙ্গী করেই এতদিন পথ চলেছেন, আর আগামী দিনেও চলবেন। ইতিহাসের সঙ্গে সঙ্গে বর্তমানকেও আপন করে নেবেন। সেই বার্তাই যেন বিগ বি বারবার তুলে ধরেন নিজের সোশ্যাল মিডিয়ার প্রোফাইলে।

[কেন স্ত্রীর মুখ দেখা যাচ্ছে, সেলফি নিয়ে এবার ইরফানকে বিঁধলেন মৌলবি]

The post শুটিংয়ের খাতিরে জীবন্ত বাঘের সঙ্গেও লড়াই করেছিলেন বিগ বি! appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement