‘মণিপুর ন্যায় পেলেই মহিলা সংরক্ষণ বিল উদযাপন করব’, সাফ মন্তব্য মিমির

04:38 PM Sep 21, 2023 |
Advertisement

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দুদিনের দীর্ঘ আলোচনা, বিতর্কের পর লোকসভায় বুধবার পাশ হয়ে গেল মহিলা সংরক্ষণ বিল Women’s Reservation Bill)। এদিন নতুন সংসদ ভবনের অধিবেশনে উপস্থিত ছিলেন বাংলার তারকা সাংসদ মিমি চক্রবর্তীও ((Mimi Chakraborty)। সেই প্রেক্ষিতেই এবার মহিলা সংরক্ষণ বিল নিয়ে মুখ খুললেন অভিনেত্রী।

Advertisement

“আমি এবং আমার দল খুশি”, মহিলা সংরক্ষণ বিলের পক্ষে সওয়াল করেও মিমি চক্রবর্তীর মুখে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশংসা। সাংসদ অভিনেত্রীর মন্তব্য, “আমাদের দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একাই এইমুহূর্তে ভারতের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী। আমাদের রাজ্যে ৩৫ শতাংশর উপর আসন মহিলাদের জন্য সংরক্ষিত। ২১জন মহিলা মন্ত্রী রয়েছেন বাংলায়। বাংলা যা ভাবে, দেশ তা পরে ভাবে।”

মিমির মন্তব্য, “মহিলা হিসেবে আমি খুশি। শুধু আমি নই। আমার দলও খুব খুশি। বিলের সমর্থন আমরা ঠিকই করি। তবে উদযাপন তখনই করব যখন আমাদের দেশের সব মহিলারা সুরক্ষিত থাকবে। যখন মণিপুরের ন্যায়বিচার হবে। রাত-বিরেতে যখন মেয়েরা পুলিশ ছাড়াই রাস্তায় একা বেরতে পারবে।”

[আরও পড়ুন: ‘এক দেশ, এক আবেগ’! শাহরুখের বাবার নামে দুস্থদের জন্য ‘জওয়ান’ শো, আপ্লুত কিং]

এরপরই বাংলা প্রসঙ্গ টেনে সাংসদ অভিনেত্রী বললেন, “আমরা যেমন দেবীর পুজো করি। আমাদের বাংলায় যেরকম দুর্গাপুজো হয়। সেটার অর্থই মায়ের শক্তির পুজো। যে দেশে মায়ের পুজো হয়, সেখানেই নারীর অত্যাচার হয়। কেউ এটা মনে করবেন না যে, আজকে আপনাদের সঙ্গে কিছু হয়েছে মানেই চারদিন মিডিয়ায় দেখিয়ে সেটা বন্ধ হয়ে যাবে। কতদিনে সেই নারী ন্যায়বিচার পাচ্ছেন, সেটা মাথায় রাখতে হবে। আমরা এত নারী-পুরুষ সমানাধিকার নিয়ে কথা বলি, তাহলে ৭৫ বছর পর কেন মহিলা সংরক্ষণ বিল পাশ হল? সেটাই আমার প্রশ্ন।” বৃহস্পতিবার ঘাটালের তারকা সাংসদ দেবও সংসদ ভবনের ছবি শেয়ার করে দিল্লিতে থাকার ইঙ্গিত দিলেন।

[আরও পড়ুন: বলিউডে আর কাজ নয়! দীপিকাকে নিয়ে ‘জওয়ান’ শাহরুখের মাতামাতিতে ক্ষুব্ধ নয়নতারা]

Advertisement
Next