shono
Advertisement

সত্যিই কি ডেঙ্গুতে আক্রান্ত রুক্মিণী মৈত্র? অসুস্থতা নিয়ে মুখ খুললেন অভিনেত্রী

কী বললেন রুক্মিণী?
Posted: 07:55 PM Sep 21, 2023Updated: 07:55 PM Sep 21, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হঠাৎ করেই টলিপাড়ায় রটে গেল রুক্মিণী মৈত্র নাকি ডেঙ্গু আক্রান্ত! হইচই পড়ে গেল টলিপাড়ায়। শোনা গিয়েছিল, এতটাই অসুস্থ হয়েছিলেন তিনি, যে বাড়ি থেকে বের হতেই পারছিলেন না। তবে এই খবরকে একেবারেই ভ্রান্ত বলে উড়িয়ে দিলেন খোদ রুক্মিণী মৈত্র।

Advertisement

ইনস্টাগ্রামে রুক্মিণী মৈত্র লিখলেন, ”সবাইকে জানাচ্ছি আমি ডেঙ্গিতে আক্রান্ত হইনি। তবে খুব জ্বর হয়েছিল। এখন আমি সুস্থতার পথে। আগের থেকে অনেকটা ঠিক আছি। সবাইকে অনেক ধন্যবাদ আমায় নিয়ে এত চিন্তা করার জন্য।”

প্রসঙ্গত, একের পর এক চমক দিচ্ছেন টলিউডের জনপ্রিয় অভিনেত্রী রুক্মিণী মৈত্র। এমনিতে গোটা টলিপাড়া তাঁকে দেবের বান্ধবী হিসেবে চিনলেও, একের পর এক ছবিতে রুক্মিণী মৈত্র প্রমাণ করেছেন, তিনি লম্বা রেসের ঘোড়া। আর তারই যেন উদাহরণ দিচ্ছেন, বার বার নতুন নতুন চ্য়ালেঞ্জ হাতে নিয়ে। এই যেমন, পরিচালক রাম কমল মুখোপাধ্যায়ের সঙ্গে জুটি বেঁধে প্রথমে নটী বিনোদিনীর মতো ঐতিহাসিক চরিত্র, অন্যদিকে পরিচালক বিরশা দাশগুপ্তর ‘ব্য়োমকেশ ও দুর্গরহস্য’ ছবিতে ‘সত্যবতী’। আর এবার আরও বড় চমক অনুরাগীদের উপহার দিতে চলেছেন রুক্মিণী।

[আরও পড়ুন: আদিপুরুষ’-এ হয়েছিলেন রাবণের মন্দোদরী, এবার মালদ্বীপের মাদকতায় লাস্যময়ী সোনল]

‘নটী বিনোদিনী’র পর ফের রুক্মিণীকে নিয়ে ছবি বানাচ্ছেন পরিচালক রাম কমল মুখোপাধ্যায়। এবার তাঁর ছবি মহাভারতের অন্যতম শক্তিশালী নারী চরিত্র দ্রৌপদীকে নিয়ে। রাম কমলের এই দ্রৌপদী এবার হয়ে উঠবেন রুক্মিণী।

রুক্মিণী জানিয়েছেন, ”নটী বিনোদিনীর পর ফের রাম কমলের সঙ্গে যুক্ত হতে পেরে দারুণ লাগছে। চরিত্রকে ঠিক করে পর্দায় ফুটিয়ে তোলার জন্য রাম কমল যেভাবে দৃশ্যগুলোকে বুঝিয়ে দেন, তা সত্য়িই একটা অভিজ্ঞতা। শুধু তাই নয়, রাম কমল শুধুই আমার পরিচালক নন, আমার বন্ধুও। তাই বন্ধুর সঙ্গে কাজ করাটা সব সময় খুবই মজাদার। রাম কমল অনেকদিন ধরেই চাইছিলেন দ্রৌপদীকে নিয়ে ছবি করবেন। তবে সঠিক সময়ের অপেক্ষা করছিলেন। মহাভারতের দ্রৌপদী চরিত্রটি অসামান্য। প্রচুর শেডস রয়েছে। বিনোদিনীর পর আমার কাছে এটা আরেকটা চ্যালেঞ্জিং চরিত্র।”

[আরও পড়ুন: বাংলা সিরিয়ালের এই জনপ্রিয় অভিনেত্রী মুম্বই কাঁপাচ্ছেন! চেনেন পত্রালিকে?]

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement