সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পহেলগাঁও কাণ্ডে পাকিস্তানকে বিঁধতে গিয়ে বেফাঁস মন্তব্য বিজয় দেবেরাকোন্ডার। জঙ্গিদের সঙ্গে আদিবাসীদের তুলনা টানায় দক্ষিণী সুপারস্টারের বিরুদ্ধে দায়ের হল অভিযোগ। কী এমন মন্তব্য করেছিলেন অভিনেতা, যার জন্য নিজের দেশেই কটাক্ষের মুখে পড়তে হল সুপারস্টারকে?
হায়দরাবাদে নিজের ছবির প্রচারে গিয়ে পহেলগাঁও কাণ্ড নিয়ে সুর চড়িয়েছিলেন দক্ষিণী সুপারস্টার। পাকিস্তান সরকারকে খোঁচা দিয়ে বিজয় দেবেরাকোন্ডার বলেছিলেন, "৫০০ বছর আগেকার আদিবাসী প্রজাতির মতো আচরণ করে ওরা। এই কঠিন সময়ে আমাদের দেশের সকলকে একজোট হতে হবে। একে অপরকে ভালোবাসা উচিত। আমাদের সবসময় মানুষ হিসেবে ঐক্যবদ্ধ হয়ে এগিয়ে যাওয়া উচিত। আসলে শিক্ষা ভীষণই গুরুত্বপূর্ণ। কাশ্মীরে যা ঘটছে তার সমাধান হল ওই সন্ত্রাসবাদীদের প্রকৃত অর্থে শিক্ষিত করে তোলা এবং নিশ্চিত করা যে, ওদের ব্রেনওয়াশ করা হচ্ছে না। আর কাশ্মীর বরাবর ভারতের, এবং কাশ্মীরিরা আমাদের।" বিজয় তাঁর মন্তব্যে 'আদিবাসী প্রজাতির' সঙ্গে পাকিস্তানের তুলনা টানায় সুপারস্টারের উপর বেজায় চটেছে আদিবাসী সম্প্রদায়।
লাল চৌহান নামে হায়দরাবাদের জনৈক আইনজীবী বিজয় দেবেরাকোন্ডার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন। জানা গিয়েছে, বৃহস্পতিবার এসআর নগর থানায় অভিনেতার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন তিনি। অভিযোগনামায় উল্লেখ, পহেলগাঁও সন্ত্রাস কাণ্ডের প্রতিবাদ করতে গিয়ে আদিবাসীদের তুলনা টেনে সমগ্র সম্প্রদায়কে অপমান করেছেন তিনি। আর সেই প্রেক্ষিতেই বিজয় দেবেরাকোন্ডাকে ক্ষমা চাওয়ার দাবি তুলেছে আদিবাসী সম্প্রদায়। চৌহানের মন্তব্য, "এটা বাকস্বাধীনতার বিষয় নয়। এটা প্রান্তিক সম্প্রদায়ের সম্মান এবং সাংবিধানিক সুরক্ষার বিষয়। তাই তফশিলি উপজাতিকে অপমানের অভিযোগে অবিলম্বে দক্ষিণী তারকার বিরুদ্ধে আইনি পদক্ষেপের আর্জি জানাচ্ছি।"
পহেলগাঁওয়ে হামলা নিয়ে সরাসরি ইসলামাবাদকে বিদ্রুপ করেছিলেন বিজয়। তাঁর মন্তব্য, "পাকিস্তান তো নিজের দেশের লোকজনদেরই দেখভাল করতে পারে না। ওদের নিজেদের কাছেই পর্যাপ্ত বিদ্যুৎ এবং জল নেই। ওরা আবার কাশ্মীর নিয়ে কী করবে? ভারতের প্রয়োজনও নেই পাকিস্তানের উপর কোনও আক্রমণ হানার। কারণ ওদের নিজের দেশের লোকরাই ওদের সরকার নিয়ে বিরক্ত। আর ওখানে যদি এরকম পরিস্থিতি চলতে থাকে, তাহলে পাক নাগরিকরা নিজেরাই ওদের সরকারের ওপর আক্রমণ করবে।” দক্ষিণাত্যভূমের সুপারস্টারের মন্তব্যে অনেকেই সায় দিয়েছেন, তবে আদিবাসী সম্প্রদায়ের তুলনা টানায় বেজায় রেগে গিয়েছেন তাঁরা।
