shono
Advertisement
PM Modi tribute to Dharmendra

'ভারতীয় সিনেমার একটি যুগের অবসান', ধর্মেন্দ্রর প্রয়াণে শোকপ্রকাশ মোদির

কিংবদন্তি অভিনেতার প্রয়াণে শোকপ্রকাশ রাষ্ট্রপতিরও।
Published By: Kishore GhoshPosted: 03:06 PM Nov 24, 2025Updated: 04:31 PM Nov 24, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সোমবার ৮৯ বছর বয়সে প্রয়াত হয়েছেন বলিউডের কিংবদন্তি অভিনেতা ধর্মেন্দ্র। হিন্দি ছবির 'হি-ম্যানে'র প্রয়াণে শোকপ্রকাশ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সমাজমাধ্যমে তিনি লিখেছেন, ধর্মেন্দ্রর প্রয়াণে ভারতীয় সিনেমার একটি যুগের অবসান হল।

Advertisement

এক্স হ্যান্ডেলে মোদি লিখেছেন, "ধর্মেন্দ্রজির প্রয়াণে ভারতীয় সিনেমার একটি যুগের অবসান হল। তিনি ছিলেন একজন আইকনিক চলচ্চিত্র ব্যক্তিত্ব, একজন অসাধারণ অভিনেতা যিনি তাঁর অভিনীত প্রতিটি চরিত্রে আশ্চর্য আকর্ষণ এবং গভীরতা এনেছিলেন। তিনি যে ভঙ্গিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছিলেন, তা অসংখ্য মানুষের মনে দাগ কেটেছিল। ধর্মেন্দ্রজি তাঁর সরলতা, নম্রতা এবং উষ্ণতার জন্যও সমানভাবে প্রশংসিত ছিলেন। এই দুঃখের মুহূর্তে আমার সমবেদনা রইল তার পরিবার, বন্ধুবান্ধব এবং অসংখ্য ভক্তদের প্রতি। ওম শান্তি।"

ফুসফুসের সমস্যা নিয়ে গত ১০ নভেম্বর হাসপাতালে ভর্তি হন ধর্মেন্দ্র (Dharmendra)। তাঁর অসুস্থতার খবরে বিচলিত হয় বলিউড থেকে আমজনতা। সেই সময় ছড়িয়ে পড়ে তাঁর মৃত্যুর ভুয়ো খবরও। যা শুনে রীতিমতো মনখারাপ হয়েছিল সকলের। পরবর্তীকালে তাঁর পরিবারের তরফে এই খবর ভুয়ো বলে নিশ্চিত করা হয়। অন্যদিকে এদিন সকালে হঠাৎই মুম্বইয়ের ভিলে পার্লে শ্মশানে বাড়ে নিরাপত্তা। শ্মশানঘাটে পৌঁছান হেমা মালিনি, সানি দেওয়াল, ববি দেওয়াল-সহ গোটা পরিবার। শ্মশানে দেখা যায় অমিতাভ বচ্চন, অভিষেক বচ্চন, আমির খানের মতো একাধিক বলি তারকাকে। যদিও পরিবারের তরফে কিংবদন্তি অভিনেতার মৃত্যুসংবাদ (Dharmendra Death) নিশ্চিত করা হয়নি। এরমধ্যেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ধর্মেন্দ্রর মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন।  

এক্স হ্যান্ডেলে রাষ্ট্রপতি লিখেছেন, "প্রবীণ অভিনেতা এবং প্রাক্তন সাংসদ ধর্মেন্দ্রজির মৃত্যু ভারতীয় চলচ্চিত্রের জন্য এক বিরাট ক্ষতি। জনপ্রিয়তম অভিনেতাদের একজন, ছয় দশকের বর্ণাঢ্য ক্যারিয়ারে অসংখ্য স্মরণীয় অভিনয় উপহার দিয়েছেন। ভারতীয় চলচ্চিত্রের একজন উজ্জ্বল ব্যক্তিত্ব হিসেবে তিনি এমন এক উত্তরাধিকার রেখে গিয়েছেন যা তরুণ প্রজন্মের শিল্পীদের অনুপ্রাণিত করবে। তার পরিবার, বন্ধুবান্ধব এবং ভক্তদের প্রতি আমার আন্তরিক সমবেদনা রইল।"

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ফুসফুসের সমস্যা নিয়ে গত ১০ নভেম্বর হাসপাতালে ভর্তি হন ধর্মেন্দ্র।
  • শ্মশানঘাটে পৌঁছান হেমা মালিনি, সানি দেওয়াল, ববি দেওয়াল-সহ গোটা পরিবার।
  • যদিও পরিবারের তরফে কিংবদন্তি অভিনেতার মৃত্যুসংবাদ নিশ্চিত করা হয়নি।
Advertisement