shono
Advertisement

স্বস্তিকা, মমতা শংকরের দাপুটে অভিনয়, ‘গ্যাংস অফ ওয়াসেপুর’-এর স্মৃতি ফেরাল ‘শিবপুর’

বাস্তবের ভিতেই তৈরি 'কাল্পনিক' সিনেমা।
Posted: 03:59 PM Jul 02, 2023Updated: 03:59 PM Jul 02, 2023

চারুবাক: শিবপুরের পরিচিতি বোটানিক্যাল গার্ডেন আর ইঞ্জিনিয়ারিং কলেজ। তবে পরিচালক অরিন্দম ভট্টাচার্যর ‘শিবপুর’ (Shibpur) আলাদা। শিবপুরে ছিল শালিমার রেল ইয়ার্ড, যেটা ছিল স্ক্র্যাপ লোহার চোরাই কারবারের বড় আস্তানা। সেখানে রাজা-মন্ত্রী হয়ে একচ্ছত্র রাজত্ব করেছে নেপাল ভট্টাচার্য, তপন, মন্দিরা এবং সেই সময়েক গুটি কয়েক রাজনৈতিক নেতা। ছবির চিত্রনাট্য এঁদের কার্যকলাপ নিয়ে। সবই চেনা চরিত্র, কিন্তু আইনি কারণে বলতেই হয়েছে “সব চরিত্র ও ঘটনা কাল্পনিক!”

Advertisement

 

শালিমার রেল ইয়ার্ডের দখলদারি নিয়ে আকচা-আকচি নিয়মিতই গড়াত বন্দুকের লড়াইয়ে। মুড়ি মুড়কির মত লাশ পরে যেত দিন দুপুরে। ছবিতে আবার এর সঙ্গে পুলিশের অশুভ আঁতাতও দেখানো হয়েছে। আর এখানে পরমব্রত হয়েছেন পুলিশ অফিসার সুলতান আহমেদ । যার উপরে গুন্ডাদমনের দায়িত্ব। থ্রিলার ঘরানার ছবি ‘শিবপুর’ হিন্দি ‘গ্যাংস অফ ওয়াসেপুর’-এর কথা মনে করিয়ে দিতে পারে। ছবির কেন্দ্রীয় চরিত্র দু’টি – এক পুলিশ অফিসার সুলতান আহমেদ, অন্যদিকে রয়েছে মন্দিরা (স্বস্তিকা)। ছবির শুরু এক টিভি সাংবাদিকের সঙ্গে সুলতানের এক সাক্ষাৎকার দিয়ে। আত্মজীবনী লেখার আগেই তিনি বলছেন তাঁর কর্মজীবনের কিছু না বলা কথা।

শিবপুর বা হাওরাবাসী মাত্রেই জানেন নব পাঁজা, গোপাল ভট্টাচার্জের কীর্তি কাহিনী। সেটাকে আধার করেই লেখা ‘শিবপুর’-এর চিত্রনাট্য। পরিচালকের কৃতিত্ব সেটাকে বেশ জমিয়ে উপস্থাপন করা। হ্যাঁ, অরিন্দম কাজটি সাফল্যের সঙ্গেই করেছেন। রহস্য ও নাটকীয়তা রয়েছে। এর পাশাপাশি লেডি ডনের চেহারায় স্বস্তিকা ও মমতা শংকরকে দেখাটাও এই ছবির ইউএসপি হতে পারে।

[আরও পড়ুন: বিয়ের আগে সেবাধর্ম পালন, হবু স্বামী রাঘবের সঙ্গে বাসন ধুলেন পরিণীতি, দেখুন ভিডিও]

একটু আগেই অনুরাগ কাশ্যপের ছবির কথা উল্লেখ করেছি। তবে ‘শিবপুর’-এর অ্যাকশন দৃশ্যে ‘ওয়াসেপুর’-এর স্মার্টনেস নেই। অবশ্য আর্থিক পরিস্থিতি সামলে নিয়েও অরিন্দম অ্যাকশন দৃশ্যগুলোকে এক ধরনের নিস্তব্ধ শান্ত মেজাজে মুড়ে দিয়েছেন। ছবির চিত্রগ্রহণও ভাল। তবে এই ছবি মূলত দাঁড়িয়ে রয়েছে শিল্পীদের অভিনয়ের ভিতে। স্বস্তিকা ও মমতা শংকর দাপট এবং ব্যক্তিত্ব নিয়ে দুর্দান্ত অভিনয় করেছেন। বিশেষ করে মমতা এমন নেগেটিভ চরিত্র কখনও করেননি।

পরমব্রতর চেহারার সঙ্গে সুলতান সিংয়ের চেহারার মিল নেই কোনও, তবে তিনি সাবলীল ও স্বাভাবিক অভিনয় দিয়ে সেই খামতি পুষিয়ে দিয়েছেন। তবুও বলছি, অবাঙালি হয়েও বাংলা উচ্চারণে একটু অস্বস্তির ব্যাপারটায় কন্টিনিউটি রাখতে পারেননি। আবার ছোট ছোট চরিত্রে রজতাভ দত্ত, খরাজ মুখোপাধ্যায়, সুস্মিতা চট্টোপাধ্যায়, সুমিত সমাদ্দার সকলেই ভাল। এই ছবি দর্শক কতটা নেবেন জানি না, কিন্তু একবার দেখাই যায়।

সিনেমা -শিবপুর 
অভিনয়ে – স্বস্তিকা মুখোপাধ্যায়, পরমব্রত চট্টোপাধ্যায়, মমতা শংকর, রজতাভ দত্ত, খরাজ মুখোপাধ্যায়, সুস্মিতা চট্টোপাধ্যায়, সুমিত সমাদ্দার
পরিচালনা- অরিন্দম ভট্টাচার্য

[আরও পড়ুন: ব্যোমকেশ নিয়ে যুদ্ধ! দেবের প্রি-টিজারের পরই প্রকাশ্যে সৃজিতের ‘দুর্গ রহস্য’র পোস্টার]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement