shono
Advertisement
Met Gala 2025

এলেন, দেখলেন, জয় করলেন... মেট গালায় ঐতিহাসিক ডেবিউ কিং খানের

কিং খানের লুকে মুগ্ধ অনুরাগীরা।
Published By: Tiyasha SarkarPosted: 10:13 AM May 06, 2025Updated: 11:22 AM May 06, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সম্পূর্ণ কালো পোশাক, গলায় বেশ কয়েকটি হার, হাতে স্টিক। এই সাজেই প্রথম ভারতীয় পুরুষ হিসেবে মেট গালার মঞ্চে ধরা দিলেন শাহরুখ খান। তাঁর এই লুকে মুগ্ধ অনুরাগীরা।

Advertisement

মেট গালায় অংশ নিতে রবিবারই নিউ ইয়র্ক পৌঁছে গিয়েছিলেন কিং খান। সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে তখনই পোশাকশিল্পীর টিমের তরফে জানানো হয়, ‘বেঙ্গল টাইগার’সব্যসাচীর সঙ্গে জুটি বেঁধে মেট গালায় তাক লাগাবেন শাহরুখ খান। সোমের রাতে মেট গালা ২০২৫-এর মঞ্চে সম্পূর্ণ কালো পোশাকে ধরা দিলেন কিং খান। পরেছিলেন ডিজাইনার সব্যসাচী মুখোপাধ্যায়ের তৈরি লম্বা কালো কোট। যা মেঝেতে লুটিয়ে ছিল। কালো শার্ট। গলায় ছিল ভারী ও চকমকে বেশ কয়েকটি হার। ছিল একটি 'K' লেখা পেনডেন্ট। যা হিরে খচিত। হাতে ছিল বেশ কয়েকটি আংটি। এর সঙ্গে হাতে ছিল স্টিক। এটি কিং খানের এই লুককে অন্য মাত্রা দিয়েছে।

মেট গালার মঞ্চে এসে পোজ দেন কিং খান। হাসি মুখে হাত নাড়েন ফ্যানদের জন্য। ভোলেননি নিজের সিগনেচার পোজ দিতেও। ম্য়ানেজার পুজা দদলানি সোশাল মিডিয়ায় শেয়ার করেছেন শাখরুখ খানের এই মেট গালা লুক। যা দেখে উচ্ছ্বসিত ভক্তরা। প্রসঙ্গত, নিউ ইয়র্কের মিউজিয়াম অফ আর্ট কস্টিউম ইনস্টিটিউটে প্রতি বছর ঐতিহ্যবাহী এই ফ্যাশন ইভেন্ট হয়। বিশ্বের নামী ফ্যাশন ব্র্যান্ড, ডিজাইনার ও মডেলদের দেখা যায় এখানে। মূলত মহিলারাই অংশ নেন এতে। প্রথম ভারতীয় পুরুষ হিসেবে মেট গালার মতো বিশ্বমানের ফ্যাশন ইভেন্টে অংশ নিয়ে ইতিহাস তৈরি করলেন শাহরুখ খান।

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • কালো পোশাক, গলায় হার, হাতে স্টিক।
  • এই সাজেই প্রথম ভারতীয় পুরুষ হিসেবে মেট গালার মঞ্চে ধরা দিলেন শাহরুখ খান। তাঁর এই লুকে মুগ্ধ অনুরাগীরা।
Advertisement