সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দেখুন দেখি কী কাণ্ড! কোনওদিন যে এরকম প্রশ্নের মুখে পড়তে হবে তা স্বপ্নেও ভাবেননি রচনা বন্দ্য়োপাধ্যায়। তাও আবার ‘দিদি নম্বর ওয়ানে’র মঞ্চে। এক প্রতিযোগীর প্রশ্ন শুনে রীতিমতো বোমকে গেলেন রচনা। প্রায় পাঁচমিনিট তো একেবারে হতভম্ব! এমন কী প্রশ্ন, যা শুনে এমন অবস্থা রচনার!
Advertisement


গপ্পোটা হল, দিদি নম্বর ওয়ানে তারকা এলেই তাঁদের প্রেম জীবন নিয়ে নানা প্রশ্ন করতে শুরু করেন রচনা (Rachana Banerjee)। রসিয়ে রসিয়ে তা নিয়ে নানা গল্প, ঠাট্টাও চলে। তবে এবার কোনও তারকা নয়, নিজের ছেলের প্রেম নিয়ে প্রশ্ন আসতেই একেবারে গুগলি খেলেন রচনা। প্রশ্ন শুনে হতবাক অভিনেত্রী।