shono
Advertisement

‘পিছনে ব্রায়ের দাগ!’ বাথটবের ফেনায় স্নানের ছবি পোস্ট করতেই চরম ট্রোলড সম্পূর্ণা

মালদ্বীপের ছবি পোস্ট করে বিপাকে অভিনেত্রী।
Posted: 08:39 PM Jun 19, 2023Updated: 08:39 PM Jun 19, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নেটিজেনদের হাতে কমবেশি ট্রোলের শিকার হন প্রায় সব সেলিব্রিটিরা। তবে মাঝে মধ্যে সেই ট্রোল হয়ে ওঠে অশ্লীল। হ্য়াঁ, এরকমই এক কাণ্ড ঘটল অভিনেত্রী সম্পূর্ণা লাহিড়ীর সঙ্গে। মালদ্বীপের ছুটি কাটানোর ছবি পোস্ট করতেই সম্পূর্ণার ছবির নিচে শুরু হল নেটজেনদের নোংরা মন্তব্য়।

Advertisement

সম্প্রতি ইনস্টাগ্রামে বেশ কয়েকটি ছবি পোস্ট করেছেন সম্পূর্ণা। যেখানে দেখা গিয়েছে, সমুদ্রের পারে বাথটবে ভরা ফেনায় স্নান করছেন অভিনেত্রী। আর সেই ছবিতেই নানা নোংরা মন্তব্য শুরু করলেন নেটিজেনরা। কেউ লিখলেন, ব্রায়ের দাগ দেখা যাচ্ছে পিছনে। কেউ আবার লিখলেন, শরীর থেকে ফেনা সরিয়ে দিন। 

[আরও পড়ুন: ‘বড় অপমান! রামায়ণকে টেনেহিঁচড়ে কলিযুগে নামাল’, ‘আদিপুরুষ’কে তুলোধোনা মুকেশ খান্নার]

তবে এই ট্রোলের জবাব দিতে নারাজ অভিনেত্রী। বরং এসব কটাক্ষকে ফুঁ দিয়ে উড়িয়ে সম্পূর্ণা এনজয় করতে চান জীবনকে।

অনিকেত চট্টোপাধ্যায়ের ‘গোড়ায় গণ্ডগোল’ সিনেমার মাধ্যমে বড়পর্দায় অভিনয় শুরু করেন সম্পূর্ণা। তারপর ‘অ্যাক্সিডেন্ট’, ‘পাঁচ অধ্যায়’, ‘ব্যোমকেশ ফিরে এলো’, ‘দুর্গা সহায়’-এর মতো সিনেমায় অভিনয় করেছেন। ‘বউ কেন সাইকো’, ‘ডার্ক ওয়েব’-এর মতো সিরিজও রয়েছে তাঁর ঝুলিতে। ‘বাংলা মিডিয়াম’-এর আগে ‘নজর’ ধারাবাহিকে ডাইনির ভূমিকায় অভিনয় করেছেন সম্পূর্ণা। এখন সুহানা হিসেবে দর্শকদের প্রশংসা আদায় করে নিয়েছেন।

[আরও পড়ুন: কোলে বসিয়ে মেয়েকে গল্প শোনাচ্ছেন নিক, বাপ-মেয়ের আদুরে কীর্তি ফাঁস প্রিয়াঙ্কার]

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement