shono
Advertisement

‘প্রেম আর যুদ্ধে সব মাফ’, রণবীর-আলিয়ার দাম্পত্যে এন্ট্রি নতুন পুরুষের! দায়ী বনশালি ?

কে এই ব্যক্তি?
Posted: 05:42 PM Jan 24, 2024Updated: 05:42 PM Jan 24, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রণবীর কাপুর ছিলেন প্লেবয়। একডজন তাঁর প্রেমিকা। কিন্তু যেই না আলিয়ার গলায় দিলেন মালা। সঙ্গে সঙ্গে চরিত্র বদল। এখন তো আলিয়া বলতেই পাগল রণবীর। অন্যদিকে, আলিয়া কিন্তু মনপ্রাণ সপে দিয়েছেন ঋষিপুত্রকেই। রণবীরকে যেন চোখে হারান তিনি। এই মিষ্টি সংসারে এবার এন্ট্রি নিলেন রণবীরের প্রাক্তন প্রেমিকা ক্যাটরিনার স্বামী ভিকি কৌশল। নাহ, রামমন্দিরেই সেই সেলফি কাব্য নয়। বরং নতুন এক প্রেম কাব্য লিখতেই রণলিয়ার মাঝখানে হাজির ভিকি! ভাবছেন গপ্পোটা কি?

Advertisement

গল্পটা পুরোটাই ফিল্মি। তবে এই ফিল্মি গল্পের মধ্য়েই প্রতিশোধের আগুন দেখছে নেটপাড়া। নিন্দুকরা বলছেন, ক্যাটরিনার হয়ে বদলা নিতেই নাকি এই ছবিতে সই করেছেন ভিকি!  বিশদে বলা যাক। খবর আগেই ছিল সঞ্জয়লীলা বনশালি নতুন এক ছবি তৈরি করতে চলেছেন। যে ছবিতে নাকি বড় চমক দেবেন তিনি। বনশালির যেমন কথা, তেমনই ভাবনা। বুধবার বনশালি ঘোষণা করলেন নতুন ছবির। যেখানে দেখা যাবে রণবীর কাপুর, আলিয়া ভাট ও ভিকি কৌশলকে। ২০২৫ সালে মুক্তি পাবে বনশালির এপিক ‘সাগা লাভ অ্যান্ড ওয়ার’।

[আরও পড়ুন: অশুচি মিলনে বাড়ছে জরায়ুমুখের ক্যানসার? কীভাবে হবে রক্ষা? জানালেন বিশেষজ্ঞ]

বনশালির ‘সাওয়ারিয়া’ ছবি থেকেই বলিউডে পা রাখেন রণবীর কাপুর। ছবি বক্স অফিসে ফ্লপ করলেও, প্রশংসিত হন রণবীর। অন্যদিকে, বনশালির গঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি ছবিতে অসাধারণ অভিনয় করে জাতীয় পুরস্কার জিতে নেন আলিয়া। তবে বনাশলির সঙ্গে এই প্রথমবার কাজ করতে চলেছেন ভিকি।

[আরও পড়ুন: সরকারি হাসপাতালে আরও বেশি অস্থি অস্ত্রোপচারের লক্ষ্য, স্বাস্থ্যসাথীর নিয়মে বদল আনছে স্বাস্থ্য দপ্তর]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement