shono
Advertisement

Breaking News

Shraddha Kapoor

দীর্ঘদিনের প্রেমিকের সঙ্গে এবার চারহাত এক হবে শ্রদ্ধার? বিয়ের খবর নিয়ে মুখ খুললেন অভিনেত্রী

কবে বিয়ের পিঁড়িতে বসবেন শ্রদ্ধা?
Published By: Arani BhattacharyaPosted: 03:12 PM Jan 07, 2026Updated: 03:16 PM Jan 07, 2026

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: লেখক রাহুল মোদির সঙ্গে বহুদিন ধরেই শক্তিকন্যা শ্রদ্ধা কাপুরের প্রেমের গুঞ্জন। মাসখানেক আগে সেই গুঞ্জনে সিলমোহর দিয়েছেন অভিনেত্রী। আর তারপর থেকেই তাঁর অনুরাগীদের মনে বারবার প্রশ্ন জেগেছে যে, কবে শ্রদ্ধা বিয়ের পিঁড়িতে বসবেন? এবার সেই প্রশ্নের উত্তর দিলেন অভিনেত্রী, যা ইতিমধ্যেই নেটপাড়ায় তুমুল ভাইরাল হয়েছে।

Advertisement

সম্প্রতি নিজের সোশাল মিডিয়া হ্যান্ডেলে একটি বিজ্ঞাপনী প্রচারমূলক ভিডিও ভাগ করে নেন। আর সেখানেই শ্রদ্ধাকে তাঁর এক অনুরাগী প্রশ্ন করে বসেন, 'আপনি কবে বিয়ে করবেন?' ওই অনুরাগীর কমেন্টের জবাব দেন অভিনেত্রী। প্রত্যুত্তরে শ্রদ্ধা লেখেন, 'আমি অবশ্যই বিয়ে করব।' নেটপাড়ায় শ্রদ্ধার দেওয়া সেই উত্তর ইতিমধ্যেই ভাইরাল। যা থেকে অনেকেরই ধারনা, সম্পর্কে সিলমোহর দেওয়ার পর এবার খুব তাড়াতাড়িই বিয়ের পিঁড়িতে বসবেন শক্তিকন্যা।

উল্লেখ্য, ২০২৪ সাল থেকেই শ্রদ্ধা ও রাহুলের সম্পর্কের প্রেমের গুঞ্জন চলছে। বিভিন্ন অনুষ্ঠানে তাঁদের একসঙ্গে দেখাও গিয়েছে। কখনও অনন্ত-রাধিকার প্রি-ওয়েডিংয়ের অনুষ্ঠানে তো কখনও মায়ানগরীতে একসঙ্গে সময় কাটানো বা ডিনার ডেটে, আবার কখনও কোনও ছবির স্পেশাল স্ক্রিনিংয়ে একসঙ্গে ধরা দিয়েছেন দু'জনে। বারবার উঠে এসেছে তাঁদের সম্পর্কের চর্চা। বলে রাখা ভালো, এই মুহূর্তে শ্রদ্ধা 'ইথা' ছবির শুটিং করছেন বলে শোনা যাচ্ছে। যা শেষ হবে চলতি বছর মার্চ মাসে। এই ছবির শুটিং শেষ করে এপ্রিল নাগাদ নাকি 'নাগিন' ছবির শুটিং শুরু করবেন অভিনেত্রী।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • লেখক রাহুল মোদির সঙ্গে বহুদিন ধরেই শক্তিকন্যা শ্রদ্ধা কাপুরের প্রেমের গুঞ্জন।
  • মাসখানেক আগে সেই গুঞ্জনে সিলমোহর দিয়েছেন অভিনেত্রী।
  • উল্লেখ্য, ২০২৪ সাল থেকেই শ্রদ্ধা ও রাহুলের সম্পর্কের প্রেমের গুঞ্জন চলছে।
Advertisement