shono
Advertisement

হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন শ্রেয়স, স্বামীকে কাছে পেয়ে কী বললেন মিসেস তলপড়ে?

শুক্রবার হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন শ্রেয়স।
Posted: 04:30 PM Dec 21, 2023Updated: 04:30 PM Dec 21, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অবশেষে স্বস্তি। দুশ্চিন্তা কাটিয়ে হাসপাতাল থেকে ঘরে ফিরলেন অভিনেতা শ্রেয়স তলপড়ে। আপাতত, সুস্থই রয়েছেন ‘ইকবাল’ অভিনেতা। শ্রেয়সের সুস্থতার খবর শেয়ার করে তাঁর স্ত্রী দীপ্তি তলপড়ে সোশাল মিডিয়ায় লিখলেন, ”আমার জীবন, আমার শ্রেয়স অবশেষে বাড়ি ফিরেছে। সুস্থ রয়েছে।”

Advertisement

দীপ্তি আরও লিখলেন, ”শ্রেয়স আমাকে বাড়ি ফিরে বলল, সেদিন ভগবান আমার সঙ্গেই ছিলেন। তাই তো আজ সুস্থ হয়ে বাড়ি ফিরেছে। আর কখনও মনে প্রশ্ন আসবে না, যে ভগবান সত্য়িই রয়েছেন কিনা! আমি কৃতজ্ঞ। এই জীবনটাকে ফিরে পেয়েছি আবার।”

[আরও পড়ুন: ‘যত্ত সড়কছাপ…’! ‘ডাঙ্কি’ মুক্তির আগে ফের শাহরুখকে খোঁচা সমীর ওয়াংখেড়ের?]

 

গত শুক্রবার মধ্যরাতে হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন শ্রেয়স। টানা ১০ মিনিট শ্রেয়সের হার্ট বন্ধ ছিল। অভিনেতার স্ত্রী দীপ্তি নাকি একথা ববি দেওলকে জানিয়েছিলেন। তবে এখন সুস্থ রয়েছেন অভিনেতা।

জানা গিয়েছে, অক্ষয় কুমারের সঙ্গে ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’ ছবির শুটিং করছিলেন শ্রেয়স। শুটিংয়ের প্রথম দিকে সুস্থই ছিলেন তিনি। তবে বেলা গড়াতেই অসুস্থতা অনুভব করেন। প্রথমে খুব একটা পাত্তা দেননি শ্রেয়স। মনে করেছিলেন শুটিং করে ক্লান্ত। তবে বাড়ি ফেরার পর অস্বস্তি বোধ করতে শুরু করেন। স্ত্রীকেও জানান বিষয়টি। এরপরই দ্রুত অভিনেতাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল।

[আরও পড়ুন: বুর্জ খলিফায় বাদশারাজ, ‘ডাঙ্কি’ ঝড়ে কাঁপছে বলিউডও, ফার্স্ট ডে ফার্স্ট শো দেখছেন কোন তারকারা?]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement